বৃহস্পতিবারও কি বৃষ্টি হবে কলকাতা সহ জেলায়-জেলায়? আবহাওয়ার লেটেস্ট আপডেট কী?
কলকাতায় কালো আকাশ
তপ্ত গরম থেকে মুক্তি মিলেছে। সাময়িক বৃষ্টি আরাম-স্বস্তি দিয়েছে। বুধবার রাতের ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। সকালের দিকে কিছুটা মনোরম পরিবেশ থাকলেও পরে গরম ও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, অসম ও পঞ্জাবে সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে।
হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আট জেলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং,কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টি হবে। ঝড় হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে জলীয় বাষ্পজনিত অস্বস্তি থাকবে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours