অধ্যক্ষ পঙ্কজ রায় বলেন, "এখন ভর্তি হয় সেন্ট্রালাইজ পোর্টালে। উচ্চ-শিক্ষা দফতর যা যা ইনপুট চেয়েছে সব দিয়েছি। তবে এই ওবিসি মামলার জন্য সকলের অসুবিধা হবে। সরকারের শুভ বুদ্ধি হোক।"


জানেন HS-এ পাশ করার পরও কলেজে ভর্তি হতে পারছেন না পড়ুয়ারা, কেন?
কেন ভর্তি হতে পারছেন না পড়ুয়ারা?


 উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে। তার রেজাল্টও বেরিয়েছে। পড়ুয়ারা ইতিমধ্যে ঠিক করে নিয়েছেন কে কোন-কোন বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন। তবে উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশের পনেরো দিন পেরিয়ে গেলেও এখনও কলেজে ভর্তি হওয়া শুরু হয়নি। কেন জানেন?


ওবিসি সংরক্ষণে কলকাতা হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্য সরকারের। এমন এবস্থায় ভর্তির ক্ষেত্রে কীভাবে ওবিসি সংরক্ষণ? এই প্রশ্নেই আটকে কলেজে কলেজে ভর্তি। জানা যাচ্ছে,যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শুরু করলেও তা স্থগিত করার নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। অ‍্যাটর্নি জেনারেলের সঙ্গে লাগাতার আলোচনা চলছে শিক্ষা দফতরের। তবে সমাধান হয়নি।

২০১০ সালের ৭% ওবিসি সংরক্ষণই এখন আইনের চোখে অবৈধ। সেই নিয়মেই কি ফিরতে হবে সরকারকে?জল্পনা তুঙ্গে। এদিকে ভর্তি দেরি হওয়ায় শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা অধ‍্যাপকদের।

এ প্রসঙ্গে জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “উচ্চ-মাধ্যমিকের পরপরই ভর্তির বিজ্ঞাপন হয়। কিন্তু ওবিসি ক্যাটাগরিতে কাদের নেওয়া হবে। কতজনকে নেওয়া হবে এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে। উচ্চ-শিক্ষাদফতরের কাছে বারেবারে জানতে চাওয়া হয়েছে আপনারা জানান হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে কী পদক্ষেপ করা হবে। ওরা কিছুই জানাচ্ছে না। যার কারণে যাদবপুর সহ অন্যান্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি আটকে যাচ্ছে।” অধ্যক্ষ পঙ্কজ রায় বলেন, “এখন ভর্তি হয় সেন্ট্রালাইজ পোর্টালে। উচ্চ-শিক্ষা দফতর যা যা ইনপুট চেয়েছে সব দিয়েছি। তবে এই ওবিসি মামলার জন্য সকলের অসুবিধা হবে। সরকারের শুভ বুদ্ধি হোক।”

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours