মৌসুনিতে নদী বাঁধ পরিদর্শনে সাংসদ বাপি হালদার
নিম্নচাপ এবং অমাবস্যার ভরা কটালে নদীতে জলোচ্ছ্বাসের প্রভাবে নামখানার মৌসুনি দ্বীপের সল্টঘেরিতে নদী বাঁধ উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। আজ মৌসুনীর সল্ট ঘেরিতে বেহাল বাঁধ পরিদর্শনে গেলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার।
আরও উপস্থিত ছিলেন নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার সাহু, এসডিও, ইরিগেশন, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রশাসন
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours