ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "২০২৩ সাল থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তিতে যুক্ত এই সিআরপিএফ জওয়ান। জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত গোপন তথ্য তিনি পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসারদের পাচার করতেন।
পাকিস্তান থেকে আসত টাকা, গুপ্তচরের অভিযোগে এবার গ্রেফতার খোদ CRPF জওয়ান
ফাইল ফোটো
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(NIA)-র জালে এক সিআরপিএফ জওয়ান। ধৃত জওয়ান পাকিস্তানে গোপন তথ্য পাচার করেছেন বলে অভিযোগ। ধৃতের নাম মোতিরাম জাঠ। ২০২৩ সাল থেকে ওই জওয়ান পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন বলে NIA জানিয়েছে। গুপ্তচরবৃত্তির জন্য পাকিস্তান থেকে তাঁর কাছে টাকাও আসত।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কিছুদিন আগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে হিসার থেকে গ্রেফতার করা হয়ে। তারপর আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের মাঝেই গুপ্তচরবৃত্তির অভিযোগে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশ থেকে তাঁদের ধরা হয়।
সেই তালিকায় এবার নতুন সংযোজন সিআরপিএফ জওয়ান মোতিরাম জাঠ। তবে মোতিরাম একজন সেনা জওয়ান হয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করায় সেনাও বিষয়টি খতিয়ে দেখছে।
সিআরপিএফ জওয়ান। জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত গোপন তথ্য তিনি পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসারদের পাচার করতেন। এর জন্য পাকিস্তান থেকে ফান্ডও পেতেন ওই জওয়ান।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “দিল্লি থেকে ওই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ আদালতে তাঁকে তোলা হয়। আগামী ৬ জুন পর্যন্ত মোতিরাম জাঠকে NIA হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ধৃতকে জেরা করা হচ্ছে।”
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। তার জবাব দিয়ে ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। এরপরই বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে পাকিস্তান সেনা। যোগ্য জবাব দেন ভারতীয় জওয়ানরা। দুই দেশের মধ্যে সংঘাতের আবহ বাড়ে। গত ১০ মে পাকিস্তান সেনার ডিজিএমও ফোন করেন ভারতীয় সেনার ডিজিএমও-কে। দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। ভারতের কাছে পাকিস্তান মাথা নত করার পর কয়েকদিন পরই জ্যোতি মালহোত্রা-সহ একাধিক পাকচর পুলিশের জালে ধরা পড়ে। সেই তালিকায় এবার উঠে এল সিআরপিএফ জওয়ানের নাম।
Post A Comment:
0 comments so far,add yours