সমুদ্র পথেও যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা থেকে মায়ানমারের রাখাইনের সিট্টে বন্দর পর্যন্ত বিকল্প রুট হবে। ইতিমধ্যেই মায়ানমারের সঙ্গে এই বিকল্প রুট নিয়ে কথা হয়েছে।

ইউনূসের দর্প ভেঙে চুরচুর, বাংলাদেশকে এড়িয়েই সেভেন সিস্টার্স নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের
সেভেন সিস্টার্সের বিকল্প রুট তৈরি করছে ভারত।


চিকেনস নেকের দিকে কুনজর পড়েছে বাংলাদেশের। বিশেষ করে ইউনূস জমানায় শিলিগুড়ির এই করিডর নিয়ে উদ্বেগ বেড়েছে। এই পথের বিকল্প রাস্তা ছিল বাংলাদেশ। সেই কারণেই বড়াই করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বলেছিলেন, সেভেন সিস্টার্স ল্যান্ড-লকড। তারাই সমুদ্রের অভিভাবক। এবার বাংলাদেশকে এড়িয়েই বিকল্প পথ তৈরি করছে ভারত। আর এর কেন্দ্রস্থলই হবে কলকাতা।


জানা গিয়েছে, চিকেনস নেকের বিকল্প হিসাবে মায়ানমারের সড়কপথ ব্যবহার করে সেভেন সিস্টার্স বা উত্তর-পূর্বের সঙ্গে সংযোগকারী ট্রানজিট রুট তৈরি করা হবে। ইতিমধ্যেই কেন্দ্র ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছে।

কোথা দিয়ে তৈরি হবে বিকল্প রুট?
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শিলং থেকে অসমের শিলচর পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক প্রস্তাব দেওয়া হয়েছে। ১৬৭ কিলোমিটার এই জাতীয় সড়ক জুড়বে মায়ানমার সীমান্তের কাছেই অবস্থিত পাঁচগ্রামকেও। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই রাস্তা তৈরির দায়িত্বে থাকবে।


অন্যদিকে, সমুদ্র পথেও যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা থেকে মায়ানমারের রাখাইনের সিট্টে বন্দর পর্যন্ত বিকল্প রুট হবে। ইতিমধ্যেই
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours