কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর

ঘটনাটি ঘটেছে সুন্দরবনের লুথিয়ান দ্বীপের কাছে। মৃত মৎস্যজীবীর নাম হরিপদ সামন্ত (৭৭)। বাড়ি নামখানা থানার দক্ষিণ চন্দনপিড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী কাজলকে সঙ্গে নিয়ে শুক্রবার নৌকাতে করে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন হরিপদ। শনিবার ভোর থেকে তাঁরা দুজন মিলে জঙ্গলে কাঁকড়া ধরছিলেন। রবিবার ভোরে ঘুম থেকে উঠে আবারও দুজনে কাঁকড়া ধরতে যান। এদিন জঙ্গলের উত্তর দিকে হরিপদ কাঁকড়া ধরতে গিয়েছিলেন। দক্ষিণ দিকে গিয়েছিলেন কাজল। দুপুরের দিকে নদীতে ভাটা পড়তে কাজল নৌকাতে ফিরে আসেন। কিন্তু হরিপদ আর ফিরে আসেননি।


 দীর্ঘ সময় কেটে গেলেও এদিন তিনি আর নৌকাতে ফেরেননি। শেষ পর্যন্ত কাজল জঙ্গলের ভিতরে স্বামীকে খুঁজতে বের হন। এদিন সন্ধ্যা পর্যন্ত তিনি স্বামীকে খুঁজে পাননি। শেষে নৌকাতেই ফিরে আসেন। এদিন তিনি একাই নদীর পাড়ে থাকা নৌকাতে সারারাত কাটিয়েছেন। পরের দিন সকালে আবারও তিনি স্বামীর খোঁজে জঙ্গলে যান। তখনই তিনি একটি ফাঁকা জায়গায় মৃত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখেন। পরে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

স্টাফ রিপোর্টার মুন্না সরদার 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours