গরমে চরম অস্বস্তি। বেলা যত বাড়বে গরমে হাঁসফাঁস বাড়বে। ক্রমশ জলীয় বাষ্প কমে শুকনো গরমের সম্ভাবনা। সকালে পরিষ্কার আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।



: হবে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, স্বস্তি পাবেন এই-এই জায়গার মানুষজন
ঝেঁপে নামবে বৃষ্টি।


জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বঙ্গবাসী। গরমে তপ্ত অবস্থা। চোখে রোদ চশমা আর ছাতা ছাড়া বেরনো কার্যত দায়। একটু বেলা বাড়লেই যেন লু বইছে। তেঁতেপুড়ে যাচ্ছেন মানুষজন। বৃষ্টি কবে হবে? কী বলছে হাওয়া অফিস?


জেলার সব আপহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, সোমবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে।

মঙ্গলবার তাপপ্রবাহ চলবে ছয় জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে।

বুধবার তাপপ্রবাহ থাকবে ছয় জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে।

বৃহস্পতিবার তাপ প্রবাহ থাকবে পাঁচ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।

তবে এর মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

গরমে চরম অস্বস্তি। বেলা যত বাড়বে গরমে হাঁসফাঁস বাড়বে। ক্রমশ জলীয় বাষ্প কমে শুকনো গরমের সম্ভাবনা। সকালে পরিষ্কার আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়ায় গরম চলবে বুধবার পর্যন্ত। শহরে বৃষ্টির সম্ভাবনা কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮২ শতাংশ।

উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রপাত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours