চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ। হাসপাতালে ভর্তি করেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।

বাংলায় ভোটের বাদ্যি বেজে গেল, উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল কমিশন
দিনক্ষণ ঘোষণা কমিশনের

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচনে। চড়ছে ভোটের পারদ। এরইমধ্যে বাংলা-সহ চার রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এরইমধ্যে বাংলা থেকে রয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্র বাদে গুজরাতের দুই কেন্দ্র, কেরলের একটি ও পঞ্জাবের একটি কেন্দ্র রয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই বিধায়ক শূন্য এই আসন। এবার এই আসনেই হতে চলেছে ভোট।  


প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ। হাসপাতালে ভর্তি করেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। তারপর থেকেই মাস তিনেক বিধায়কহীন কালীগঞ্জ। কবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় তা নিয়ে চাপানউতোর চলছিল। 

একই ছবি গুজরাতের কাদিতেও। বিসাবদরের পাশাপাশি কাদিতেও উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কাদিতে কিছুদিন আগেই বিধায়কের মৃত্যু হয় ক্যানসারের কারণে। ভোট হবে পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে। এই ৫ কেন্দ্রেই ভোট হবে ১৯ জুন। ভোটের ফলপ্রকাশ হবে ২৩ জুন সোমবার। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours