জঙ্গি ও তাদের মদতদাতাদের কঠিন জবাব দেওয়া হবে বলেন তিনি, নিহতদের পরিবারকে আশ্বাস দিয়ে বলেন, "ন্যায় বিচার আপনারা পাবেনই।"

'সন্ত্রাসবাদ নির্মূল করে ছাড়বে ভারত', মন কি বাতে অপারেশন সিঁদুরের জয়গান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 অপারেশন সিঁদুর নিয়ে ফের একবার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান, ‘মন কি বাত’-এও তিনি জানালেন সন্ত্রাসবাদ শেষ করতে ভারত বদ্ধপরিকর। একইসঙ্গে দেশের সেনাবাহিনীকেও বাহবা দিলেন নিখুঁত নিশানায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংসের জন্য। প্রমাণ হিসাবে ধ্বংস হওয়া লস্কর ঘাঁটির ছবিও দেখান প্রধানমন্ত্রী মোদী।


এ দিন মন কি বাতের অনুষ্ঠান জুড়ে ছিল অপারেশন সিঁদুরের কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আজ গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়েছে। তাদের মধ্যে রাগ থাকলেও রয়েছে দৃঢ়চেতনা। আজ প্রত্যেক ভারতীয়ের শপথ হল সন্ত্রাসবাদ শেষ করা।”

‘অপারেশন সিঁদুরে’ দেশের তিন বাহিনীর অসাধারণ দক্ষতার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “যে নিখুঁত ও সঠিকভাবে আমাদের বাহিনী জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছে, তা প্রশংসনীয়। অপারেশন সিঁদুর শুধু সামরিক মিশন ছিল না, এটা পরিবর্তিত ভারতের দক্ষতার ছবি। এবং এই ছবি গোটা দেশের মধ্যে দেশাত্ববোধ জাগিয়ে তুলেছে। দেশকে তিরঙ্গায় রাঙিয়ে তুলেছে।”


দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা, নবজাতক শিশুকন্যাদের ‘সিঁদুর’ নামকরণের মতো উদ্যোগকেও সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। জঙ্গি ও তাদের মদতদাতাদের কঠিন জবাব দেওয়া হবে বলেন তিনি, নিহতদের পরিবারকে আশ্বাস দিয়ে বলেন, “ন্যায় বিচার আপনারা পাবেনই।”

মন কি বাত অনুষ্ঠানে তিনি বিগত কয়েক বছরে কাশ্মীরের ব্য়াপক উন্নতি নিয়েও কথা বলেন। কীভাবে বিগত বছরে জম্মু-কাশ্মীরে পর্যটন বেড়েছে, যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এই উন্নয়ন রুখতে শত্রুদের চেষ্টা ছিল বলে দাবি করেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours