ইতিমধ্যেই সেই বিমানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমান প্রবলভাবে কাঁপছে। আর তাতেই ভয় পেয়ে চীৎকার করছেন যাত্রীরা।


কাশ্মীর যাওয়ার পথে মাঝ আকাশেই ভেঙে ফুটো হয়ে গেল ইন্ডিগো বিমানে, ভিতরে যাত্রীদের তুমুল চিৎকার
এই সেই বিমান

মৃত্যুকে যেন একেবারে কাছ থেকে দেখলেন যাত্রীরা। ঝড়-বৃষ্টিতে বিমান টালমাটাল হওয়ার ঘটনা নতুন নয়। সেই পরিস্থিতির জন্য আগাম সতর্কও করা হয় যাত্রীদের। তবে এবার মাঝ আকাশে ভেঙেই গেল বিমানের সামনের অংশ। রীতিমতো ফুটো হলে গেল ওই অংশে। মৃত্যুভয়ে বিমানের মধ্যে রীতিমতো চীৎকার করলেন যাত্রীরা।

বুধবার বিকেলে দিল্লি থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল ওই ইন্ডিগো বিমানটি। আচমকা আবহাওয়া খারাপ হওয়ায় মাঝ আকাশে এমার্জেন্সি ঘোষণা করতে থাকেন পাইলট। আর ঠিক শ্রীনগরে ঢোকার মুখেই শিলাবৃষ্টির মাঝে পড়ে যায় ওই বিমান। তাতেই ভেঙে যায় বিমানের নোজ কোন।

6E2142 বিমানটি মাঝ আকাশে বিপদে পড়লেও পরে নিরাপদে অবতরণ করেছে সেটি। সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির ক্ষত একেবারে স্পষ্ট। তবে কোনও যাত্রীর কোনও ক্ষতি হয়নি বলেই জানান গিয়েছে। ইতিমধ্যেই সেই বিমানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমান প্রবলভাবে কাঁপছে। আর তাতেই ভয় পেয়ে চীৎকার করছেন যাত্রীরা।

মোট ২২৭ জন যাত্রী ছিলেন বিমানে। সব যাত্রীকে নিরাপদে বের করা হয় বিমান থেকে। দ্রুত বিমানটি মেরামত করার চেষ্টা হচ্ছে। বিমানের ক্ষত এতটাই বেশি যে সংস্থার তরফে এয়ারক্রাফট অন গ্রাউন্ড ঘোষণা করে মেরামতের ব্যবস্থা করা হয়েছে। ইন্ডিগোর তরফে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours