কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্ত অধ্যাপককে ডেকে কথাও বলেন অধ্যক্ষ।
দাড়ি দেখেই চিকিৎসক পড়ুয়াকে 'জঙ্গি' বললেন মেডিক্যাল কলেজের অধ্যাপক, তদন্ত শুরু হতেই চাইলেন ক্ষমা
মেডিক্যাল কলেজে অভিযুক্ত অধ্যাপক
পোশাক ও দাড়ি দেখে এক চিকিৎসক পড়ুয়াকে ‘জঙ্গি’ বলে সম্বোধন করেছেন অধ্যাপক। এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ। সহপাঠীকে জঙ্গি বলায় অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ তোলেন বাকি ছাত্ররা। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনায় তড়িঘড়ি তদন্ত শুরু করে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রদের দাবি, যদি রসিকতা করেও এ কথা বলা হয়ে থাকে, তাহলে সেটাও কাম্য নয়। একজন ছাত্রের সম্পর্কে এভাবে কথা বলা যায় না।
পুরো বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে কর্তৃপক্ষ। বিজন অধিকারী নামে যে চিকিৎসক-অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁকে ডেকে কথা বলেন খোদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। এমএসভিপি অঞ্জন অধিকারী জানিয়েছেন, এই ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য কোনওভাবেই কাম্য নয়। তদন্ত কমিটি তৈরি হয়েছে। তিনি বলেন, “ঐতিহ্যবাহী এই মেডিক্যাল কলেজে এমন ঘটনা কাম্য নয়।” তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।
এদিকে, তদন্ত কমিটি গঠন হওয়ার পর ছাত্রদের মাঝে গিয়ে ক্ষমা চেয়েছেন অধ্যাপক বিজন অধিকারী। তিনি ওই ছাত্রকে দেখিয়ে বলেন, “আমার কথায় ওর খারাপ লেগে থাকলে আমি ক্ষমা চাইছি।”
Post A Comment:
0 comments so far,add yours