বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৌখিক নির্দেশে জানালেন, বৃহস্পতিবার সকাল ১০ টায় তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করবেন এই দুই শিক্ষক নেতা। সঙ্গেও এও নির্দেশ দিলেন, এই দুই শিক্ষক নেতাদের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ।


আপনারা শিক্ষক,শিক্ষকের মতো আচরণ করুন, নাহলে...', আন্দোলনকারীদের উদ্দেশে মন্তব্য বিচারপতি ঘোষের
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ


 পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ। বিকাশ ভবনের সামনে অবস্থানরত শিক্ষকদের মারধর তৃণমূল সমর্থকদের বলে দাবি। শুধু তাই নয়, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। বুধবার ছিল সেই মামলার শুনানি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৌখিক নির্দেশে জানালেন, বৃহস্পতিবার সকাল ১০ টায় তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করবেন এই দুই শিক্ষক নেতা। সঙ্গেও এও নির্দেশ দিলেন, এই দুই শিক্ষক নেতাদের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ। রাজ্যের আশ্বাসের ভিত্তিতে এমনটাই নির্দেশ বিচারপতি ঘোষের। আগামিকাল ফের এই মামলার শুনানি। এ দিনের আদালতের কথোপকথন একনজরে…


বিচারপতি তীর্থঙ্কর ঘোষ: বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা শিক্ষকরা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন। এটি প্রাথমিক প্রস্তাব। বায়ো-টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করবে রাজ্য।

আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় (রাজ্য): হুলিগানের মত আচরণ করেছেন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা। পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছেন।


বিচারপতি তীর্থঙ্কর ঘোষ: এই আন্দোলনের জন্য অনুমতি নেওয়া হয়েছিল ? ৫০-১০০ জন আন্দোলনকারীরা সেন্ট্রাল পার্কে থাকুন। সরকারি কর্মচারি যেন আহত না হন।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (রাজ্য): রাজ্য শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে অন্তসত্ত্বা মহিলাকে পর্যন্ত আটকানো হয়েছে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ: আপনারা শিক্ষক, শিক্ষকের মতো আচরণ করুন। নাহলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আপনারা শিক্ষক, আপনাদের অবস্থা আমি বুঝি, কিন্তু সব সরকারি কর্মী তো যুক্ত নেই।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (রাজ্য): অভিযোগ খতিয়ে দেখুন, এরা শিক্ষক ?

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ: আপনারা শিক্ষক, আপনারা বিকাশ ভবনে তালা লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ হচ্ছে। আমরা কি করে জানব যে এটা সত্যি না মিথ্যা ?

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়: বিকাশ ভবনের দরজা, পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে। একজন আরেকজনের উপর উঠে দেওয়াল পেরোচ্ছেন। এরা আমাদের রাজ্যের শিক্ষক? আমরা কিছুই করতে পারব না, তারা শুধু লুঠ করবেন। এটা শুধু আন্দোলনকারীদের জীবনের কথা নয়, বাকিদের কথাও ভাবতে হবে।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়: রাজ্য রিভিউ করছে। দেশের একনম্বর আইনজীবী অভিষেক মনু সিংভি তাদের হয়ে লড়ছেন। সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে বলেছে। আমরা কী করব ? দেখুন রাজ্যের ইতিহাস খতিয়ে দেখলে এটা বন্ধ করা সম্ভব না। এই দুজনকে আজকে থানায় যেতে বলুন। গিয়ে বলুন যে কারা ছিল, আমরা এই দুজনকে কিছু করব না।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ: আপনারা পুলিশের কাছে যান। পুলিশ আপনাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours