ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে সলিসিটর জেনারেল মেহতা বলেন, "ওয়াকফ সেবামূলক কাজকর্মের জন্য, ওয়াকফ বোর্ড শুধু ধর্মনিরপেক্ষতার কাজ করে। দুজন অ-মুসলিম সদস্য থাকলে, কী পরিবর্তন হবে?"
ওয়াকফ ইসলামের গুরুত্বপূর্ণ অংশ নয়', সুপ্রিম কোর্টকে সাফ জানাল কেন্দ্র
ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্ট কী বলল?
ওয়াকফ ইসলামিক ধারণা, কিন্তু তা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ নয়। সুপ্রিম কোর্টকে এ কথাই জানাল কেন্দ্র। ওয়াকফ সংশোধনী আইন নিয়েই শীর্ষ আদালতে মামলা চলছিল। সেই মামলার শুনানিতেই এ দিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “ওয়াকফ ইসলামিক ধারণা, তা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু সেটা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ নয়। ওয়াকফ মৌলিক অধিকার নয়।”
এ দিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে সরকার ১৪০ কোটি নাগরিকের সম্পত্তির অভিভাবক। রাজ্যের দায়িত্ব যে জনগণের সম্পত্তি যেন বেআইনিভাবে হস্তান্তরিত না হয়ে যায়। তিনি বলেন, “একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে তাদের প্রমাণ দেখাতে হবে নাহলে ওয়াকফের সম্পত্তি দখল করে নেওয়া হবে।”
ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে সলিসিটর জেনারেল মেহতা বলেন, “ওয়াকফ সেবামূলক কাজকর্মের জন্য, ওয়াকফ বোর্ড শুধু ধর্মনিরপেক্ষতার কাজ করে। দুজন অ-মুসলিম সদস্য থাকলে, কী পরিবর্তন হবে? কোনও ধর্মীয় কাজে তো হস্তক্ষেপ করছে না। ”
এর আগেও তুষার মেহতা বলেছিলেন, “কয়েকজন পিটিশনকারী গোটা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। ৯৬ লাখ চিঠি পেয়েছি। জেপিসির ৩৬টি বৈঠক হয়েছে। জেপিসি বারবা আলোচনা করেছে, বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠান থেকে মতামত সংগ্রহ করেছে। এরপর বিরাট রিপোর্ট জমা পড়েছে, যেখানে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়েছে বা খারিজ করা হয়েছে। সংসদে আলোচনার পর এই বিল পাশ হয়েছে।”
ওয়াকফ বাই ইউজার নিয়ে এত বিতর্ক। কেন্দ্র এ দিন বলে, “যদি কোনও বিল্ডিং সম্ভাব্য সরকারি সম্পত্তি হয়, তবে সরকার কি তা যাচাই করতে পারে না? রাজস্ব দফতর ঠিক করবে সেটা সরকারি জমি কি না। এমন ছবি তৈরি করা হচ্ছে যে কালেক্টর তদন্ত করলে, সেই সম্পত্তি আর ওয়াকফ সম্পত্তি থাকবে না। গোটা সম্পত্তিটাউ সরকার অধিগ্রহণ করবে।”
ওয়াকফ সম্পত্তি দান করার জন্য ৫ বছর মুসলিম ধর্ম পালনের যে শর্ত দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা দিয়েও কেন্দ্র বলে, “এমনকী শরিয়তেও ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে নিজেকে মুসলিম হিসাবে প্রমাণ করতে হবে। এর অর্থ এই নয় ৫বার নমাজ পড়তে হবে বা মদ্যপান করা যাবে না। কিছু ক্ষেত্রে এই প্রশ্ন উঠেছে যে সম্পত্তি ওয়াকফের কি না।”
Post A Comment:
0 comments so far,add yours