শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সঙ্গে কখনও কখনও ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই হরিয়ানা থেকে উত্তর পূর্ব অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত।

কাঠফাটা জ্যৈষ্ঠতেও ৪ ডিগ্রির পারাপাতন, বৃষ্টি চলবে আর কতক্ষণ?
কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?


রাতভর বৃষ্টিতে বেশ কিছুটা পারাপতন কলকাতায়। ঝড় বৃষ্টিতে প্রায় ৪ ডিগ্রি কমে গেল সর্বনিম্ন তাপমাত্রা। গরম অনেকটাই কমল পশ্চিমের জেলাগুলিতেও। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫৮ থেকে ৯৩ শতাংশ। এদিনও দিনভর আকাশ মোটের উপর আংশিক মেঘলাই থাকবে। এদিনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরে। জেলার একাধিক প্রান্তে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। 


শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সঙ্গে কখনও কখনও ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই হরিয়ানা থেকে উত্তর পূর্ব অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশের উপর ডানা মেলেছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গনা, ও অসমে সক্রিয় ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। 

এদিনও উত্তরবঙ্গেরও সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে সব জেলাতেই। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours