বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান। আগামিকাল, রবিবার (২৫ মে) বিকেলে তিনি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন।


সর্বদলীয় বৈঠক ডাকলেন ইউনূস, রবিবারই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন?
মহম্মদ ইউনূস।


রবিবারেই কি চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে কি থাকবেন মহম্মদ ইউনূস? বাংলাদেশের দোলাচল পরিস্থিতি। তার মাঝে এবার সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন মহম্মদ ইউনূস।


জানা গিয়েছে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান। আগামিকাল, রবিবার (২৫ মে) বিকেলে তিনি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন। মহম্মদ ইউনূসের বাসভবন যমুনাতেই এই বৈঠক হবে। বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন নিয়ে ক্রমাগত চাপ বাড়তে থাকার পরই মহম্মদ ইউনূস বলেছেন যে তিনি আর প্রধান উপদেষ্টার পদে থাকতে চান না। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আলাদাভাবে আলোচনায় বসেন ইউনূস। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাকি উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন। সেখানেই নিজের ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন। বলেন, যদি দেশের সংস্কারই না করতে পারেন, তবে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ!


এরপর থেকেই বাংলাদেশে অদ্ভুত টানাপোড়েন শুরু হয়েছে। একদিকে যেখানে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ইউনূসের পদত্যাগের দাবিতে, সেখানেই ঢাকার রাস্তায় পোস্টার পড়েছে ইউনূসকে সমর্থন জানিয়ে। রাজনৈতিক দল বিএনপিও জানিয়েছে, তারা ইউনূসের ইস্তফা চান না,তবে তারা দ্রুত নির্বাচনের পক্ষে। আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইউনূস। সন্ধ্যায় আবার বিএনপি ও জামাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা। ঘনঘন বৈঠক হলেও, ইউনূস পদে থাকবেন নাকি ইস্তফা দেবেন, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours