তিন সপ্তাহের ব্যবধানে ফের কলকাতায় কোভিড পজিটিভ। আলিপুরে একটি বেসরকারি নার্সিংহোমের পর এবার কাঁকুরগাছির একটি নার্সিংহোমে মিলল করোনা আক্রান্তের খোঁজ।
বঙ্গেও করোনার থাবা, কলকাতায় খোঁজ মিলল ২ আক্রান্তের
করোনা আক্রান্ত
ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এরই মধ্যে এবার কলকাতায় নতুন করে খোঁজ মিলল করোনা আক্রান্তের। তিন সপ্তাহের ব্যবধানে ফের কলকাতায় কোভিড পজিটিভ। আলিপুরে একটি বেসরকারি নার্সিংহোমের পর এবার কাঁকুরগাছির একটি নার্সিংহোমে মিলল করোনা আক্রান্তের খোঁজ।
দেশের একাধিক জায়গা থেকে করোনা আক্রান্তের খোঁজ মিলছে। ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে। প্রতিটি হাসপাতালগুলিকে পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছে দিল্লির সরকার। প্রস্তুত রাখা হচ্ছে অক্সিজেন, ওষুধ, ভ্যাকসিনও। করোনার নমুনা পরীক্ষা করার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে দিল্লিতে। সব হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সব আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয় লোকনায়ক হাসপাতালে। নির্দিষ্ট পোর্টালে প্রকাশ করতে হবে সব তথ্য।
এই আবহের মধ্যেই জানা গেল, কলকাতায় আলিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে এক মহিলা চিকিৎসাধীন ছিলেন। মে-মাসের প্রথম সপ্তাহে তিনি নার্সিংহোমে ভর্তি হন।এরপর শনিবার কাঁকুরগাছির একটি নার্সিংহোমে এক প্রসূতির দেহে মিলেছে ভাইরাসের অস্তিত্ব বলে জানতে ওই নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours