হাওয়া অফিস বলছে, আপাতত রোজই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে। রবিবারের মধ্যে বর্ষা আসছে কেরলে। রবিবার মধ্যে মৌসুমি বায়ু ঢুকে যাবে উত্তর-পূর্ব ভারতেও। এদিন রাজ্যে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
আর মাত্র ৪ দিন! ‘মিনি বর্ষা’ হয়ে যাবে বাংলায়
দুর্যোগের পূর্বাভাস একাধিক জেলায়
বর্ষা আসার আগেই প্রবল বৃষ্টির সতর্কতা। ৪ দিন পরই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ। আবহাওয়া দফতর বলছে, ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে নিম্নচাপ। আগামী সপ্তাহে ২ দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে। ২৮ মে দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ২৯ মে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস বলছে, আপাতত রোজই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে। রবিবারের মধ্যে বর্ষা আসছে কেরলে। রবিবার মধ্যে মৌসুমি বায়ু ঢুকে যাবে উত্তর-পূর্ব ভারতেও। এদিন রাজ্যে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের তিন থেকে চার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে।
২৮ মে থেকেই ধীরে ধীরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে এই নিম্নচাপ থেকে থেকে এখনই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে আরাব সাগরের নিম্নচাপ ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে। ধীরে ধীরে উত্তরমুখী হয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
Post A Comment:
0 comments so far,add yours