লাগাতার অবস্থানের মধ্যেই বৃহস্পতিবার বিকাশভবনের পরিস্থিতি আচমকা জটিল হয়ে ওঠে। পুলিশ-চাকরিহারা খণ্ডযুদ্ধে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। ভেঙে যায় বিকাশভবনের গেট। রাতেও ফের চাকরিহারাদের তুলতে গিয়ে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে।
স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক হাইকোর্ট’, চাকরিহারাদের উপর ‘পুলিশে জুলুমে’ প্রধান বিচারপতিকে চিঠি BJP সাংসদের
প্রধান বিচারপতিকে চিঠি বিজেপি সাংসদের
বিকাশ চাকরিহারা শিক্ষকদের উপর ‘পুলিশি জুলুম’ নিয়ে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ‘স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট’, প্রধান বিচারপতিকে এই মর্মে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ৩০ জনের বেশি শিক্ষক গুরুতর জখম, চিঠিতে লিখলেন জ্যোতির্ময়।
চিঠিতে জ্যোতির্ময় আরও বলছেন, ১৫ মে রাতে বিকাশ ভবনে পুলিশ যেভাবে যোগ্য শিক্ষকদের উপরে হামলা করেছেন তাতে ৩০ জনের বেশি শিক্ষক আক্রান্ত হয়েছেন। গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে, পুলিশি জুলুম বাড়ছে। এই কেসে কলকাতা হাইকোর্ট সুয়োমোটো করুক। এখন দেখার এই আবেদনের পর কলকাতা হাইকোর্টের তরফে কোনও পদক্ষেপ করা হয় কিনা।
প্রসঙ্গত, লাগাতার অবস্থানের মধ্যেই বৃহস্পতিবার বিকাশভবনের পরিস্থিতি আচমকা জটিল হয়ে ওঠে। পুলিশ-চাকরিহারা খণ্ডযুদ্ধে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। ভেঙে যায় বিকাশভবনের গেট। রাতেও ফের চাকরিহারাদের তুলতে গিয়ে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে। বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর হাত-পা ভেঙে যায়, মাথা ফেটে যায় বলে জানা যায়। আহত হন বেশ কিছু পুলিশ কর্মীও। যদিও তারপরেও আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা। যদিও এ নিয়ে একদিন আগেই পুলিশ আবার তাঁদেক ‘স্ট্যান্ড ক্লিয়ার’ করেছে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। পুলিশের সাফ কথা, “প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে করা হয়।”
Post A Comment:
0 comments so far,add yours