এককালে এই জেলার সভাপতি পদের জন্য প্রকাশ্যে সংঘর্ষে নেমেছিলেন সদ্য-অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপিতে যাওয়া তাপস রায়।
কলকাতায় বীরভূম 'দাওয়াই'! উত্তর সভাপতিহীন হতেই পুরনো সতীর্থকে নিয়ে কী বললেন তাপস?
বাঁদিকে তাপস রায়, ডান দিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়
উত্তর কলকাতায় বীরভূমের ‘দাওয়াই’ দিয়েছেন মমতা। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেই এলাকার সভাপতি পদ থেকে সরিয়ে তৈরি করেছেন কোর কমিটি। অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পান্ডে, স্বপন কর্মকার, স্বর্ণকমল সাহা ও বিবেক গুপ্তা-সহ মোট ন’সদস্য নিয়ে তৈরি হয়েছে উত্তর কলকাতা জেলার নতুন কোর কমিটি।
কিন্তু হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে নানা মহলে চড়েছে জল্পনা। এককালে এই জেলার সভাপতি পদের জন্য প্রকাশ্যে সংঘর্ষে নেমেছিলেন সদ্য-অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপিতে যাওয়া তাপস রায়। বলা চলে, সেই সংঘর্ষের জেরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস। শনিবার, টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারেও সেই প্রসঙ্গটা তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, ‘সুদীপের সঙ্গে বিরোধিতা ছিল। কিন্তু সেটা ব্যক্তিগত নয়। সাংগঠনিক ও রাজনৈতিক।’
পদ ও সংগঠন নিয়ে চলা বিভেদে কি অবশেষে জয় হল তাপসেরই? তাঁর কথায়, ‘সঠিক বিরোধীতাই তো ছিল। তাই তো গতকালের ঘটনার (সুদীপের অপসারণের) পরিপ্রেক্ষিতে এই কথাগুলো উঠে আসছে।’ এরপরেই উত্তর কলকাতায় তৃণমূলের কোর কমিটির দাওয়াই প্রসঙ্গে তাপস বলেন, ‘যারা প্রথম দিন থেকে তৃণমূলের সঙ্গে রয়েছেন। তারা খুব ভাল করেই জানেন মিটিং বসছে মানে কমিটি তৈরি হবে। পরের মিটিংয়ে তা ভেঙেও যাবে।’
সুদীপের অপসারণ প্রসঙ্গে তাপসের আরও দাবি, ‘তৃণমূলে কে সরল, কে এল, কেল গেল তাতে আমার কিছু যায় আসে না। এককালে সবার মতো আমি তৃণমূলে যোগদান করেছিলাম। কিন্তু নানা কারণে আমি সেই দল ছেড়েছি। ওখানে যোগ্য়দের মূল্য নেই। যার জন্য অরাজনৈতিক ব্যক্তিত্বদের নানা পদে বসিয়ে রাখা হয়েছে। এমনকি, যারা রাজ্যসভায় গিয়েছে, যারা লোকসভায় গিয়েছে তারা বাংলারই নয়।’
Post A Comment:
0 comments so far,add yours