শীর্ষ আদালতে এদিনের মতো শেষ হয়েছে ওয়াকফ-শুনানি পর্ব। যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানোর আবেদনে আদালতে দ্বারস্থ হয়েছিলেন একাধিক পক্ষ, তা আপাতত হয়নি। পরবর্তী শুনানি আগামিকাল।


এটা একেবারেই কাম্য নয়', ওয়াকফ ঘিরে বাংলার অশান্তিতে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির
প্রতীকী ছবি


ওয়াকফ শুনানির মাঝে বাংলার অন্দরে ‘ঝাঁঝ বাড়ানো’ অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। দিন কয়েক ধরেই ওয়াকফ আন্দোলন ঘিরে মালদা, মুর্শিদাবাদ, হুগলি, ভাঙড়-সহ বাংলার বেশ কিছু জেলায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল, এদিন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।


বুধবার ওয়াকফ-শুনানি পর্বে তিনি বলেন, ‘আদালতে যখন বিষয়টি বিচারাধীন, সেই সময় এই ধরনের হিংসার ঘটনা অবাঞ্ছনীয় এবং উদ্বেগজনক। এরকমটা হওয়া একেবারেই কাম্য নয়।’ একই ভাবে, সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘তারা ভাবছে অশান্তির মাধ্যমে তারা সিস্টেমের উপর চাপ তৈরি করবে।’

উল্লেখ্য, বাংলার অন্দরে ওয়াকফ ঘিরে চাপানউতোর কম নয়। গত সপ্তাহ থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়েছে উত্তেজনা। মুর্শিদাবাদের অশান্তির প্রকোপে ঘরছাড়া হয়েছে ৫০০টির উপর পরিবার। স্থানীয় সূত্রে খবর, নদী পেরিয়ে মালদায় একটি সরকারি স্কুলে তৈরি করা অস্থায়ী ত্রাণ শিবিরেই রয়েছে তারা। যখন মুর্শিদাবাদ নিয়ে বেড়েছে উদ্বেগ, সেই সময়ই আবার সোমবার ভাঙড়ে দেখা গিয়েছে অশান্তির ছবি। পুলিশ সূত্রে খবর, অশান্তির জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিন জনের। গ্রেফতার হয়েছে শতাধিক। এমনকি, শুক্রবার মুর্শিদাবাদের অশান্তি নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসেন খোদ মুখ্যমন্ত্রীও।


প্রসঙ্গত, শীর্ষ আদালতে এদিনের মতো শেষ হয়েছে ওয়াকফ-শুনানি পর্ব। যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানোর আবেদনে আদালতে দ্বারস্থ হয়েছিলেন একাধিক পক্ষ, তা আপাতত হয়নি। পরবর্তী শুনানি আগামিকাল। ওয়াকফ-সমস্যা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours