সংশোধিত ওয়াকফ আইনের একাধিক ধারা নিয়ে শীর্ষ আদালতের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। বিশেষ করে 'ওয়াকফ বাই ইউজার' বিধান নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।

মুসলিমদের কি হিন্দু বোর্ডে রাখবেন? স্পষ্ট বলুন', কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট।


সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে ওয়াকফ সংশোধনী আইন। এ দিন সংশোধিত ওয়াকফ আইনের একাধিক ধারা নিয়ে শীর্ষ আদালতের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। বিশেষ করে ‘ওয়াকফ বাই ইউজার’ বিধান নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। ওয়াকফ কাউন্সিলে অ-মুসলিমদের অন্তর্ভুক্ত করা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। কেন্দ্রের কাছে জানতে চায়, হিন্দু চ্যারিটি বোর্ডে কি মুসলিমদের অংশ হতে দেবে?


কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে ৭৩টি পিটিশন জমা পড়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এদিন পিটিশনগুলির শুনানি শুরু হয়।

এদিন মামলার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যেভাবে বহু সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান বিচারপতি বলেন, “আমাদের বলা হয়েছে দিল্লি হাইকোর্ট নাকি ওয়াকফ জমিতে তৈরি। ওবেয়র হোটেলও ওয়াকফ জমির উপরে তৈরি…আমরা বলছি না যে সমস্ত ‘ওয়াকফ বাই ইউজার’ সম্পত্তি ভুয়ো রেজিস্টার করা, কিন্তু এটা নিয়ে বেশ কিছু উদ্বেগের জায়গাও রয়েছে।”


ওয়াকফ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে এই মামলা সরাসরি শীর্ষ আদালতে শুনানি হবে নাকি প্রথমে হাইকোর্টে যাওয়া উচিত, এই নিয়ে বাদি-বিবাদী দুই পক্ষকেই প্রশ্ন করেন সুপ্রিম কোর্ট।

মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল বলেন, “কোন ধর্মে উত্তরাধিকার কীভাবে হবে, তা বলার রাজ্য কে? ইসলামিক আইনে মৃত্যুর পর উত্তরাধিকার হয় সম্পত্তিতে। সরকার সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours