ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলে মনোজ। তবে বলিউডে জমি খুঁজে পাওয়া খুব একটা সহজ কাজ ছিল না। কেরিয়ারের শুরুতে মনোজের লড়াই ছিল প্রচণ্ড কঠিন।
একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
মনোজ বাজপেয়ী। বলিউডের অত্য়ন্ত ট্য়ালেন্টেড একজন অভিনেতা। মূলধারার ছবির সঙ্গে সঙ্গে আর্ট হাইজ ছবিতেও নজর কেড়েছেন তিনি। এমনকী, ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলে মনোজ। তবে বলিউডে জমি খুঁজে পাওয়া খুব একটা সহজ কাজ ছিল না। কেরিয়ারের শুরুতে মনোজের লড়াই ছিল প্রচণ্ড কঠিন। এমনকী, মুম্বইয়ে পা দিলেও, মাথা গোজার জায়গা ছিল না তাঁর। এক বন্ধুর ছোট্ট ঘরে ঠাই পেয়েছিলেন মনোজ। তারপর দিন বদলায়। সেই মনোজের এখন সম্পত্তির পরিমাণ প্রচুর। শুধু তাই কী তাই! মনোজ এমন এক ব্যবসায়ীক ছক কষেছেন, যার ফলে তাঁর মাসিক আয় প্রচুর। যা দিয়ে প্রতিমাসে দেশের যেকোনও শহরে দু-দুটো বাড়ি কিনতে পারেন মনোজ।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। ২০২৩ সালে সিনেমার পাশাপাশি রিয়েল এস্টেটে প্রচুর টাকা নিয়োগ করেছেন মনোজ। মুম্বইয়ের ওশিয়াড়াতে চারটি অফিস ফ্লোর কিনেছেন, যার মূল্য ৩২ কোটি টাকা। যা তিনি ভাড়া দিয়েছেন, প্রতি মাসে ৩০ থেকে ৪০ লাখ টাকায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ জানিয়েছেন, এই রিয়েল এস্টেট আমার জীবন বদলে দিয়েছে। একটা বড় অংশের সেভিংস হয় এখান থেকেই। যে মুম্বইয়ে আমার একটাও ঘর ছিল না। এখন আমি চাইলেই প্রতিমাসে ফ্ল্যাট কিনতে পারি।

