শনিবার সকাল ১০টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়া তাঁতিবেড়িয়ার সারদা শিশু মন্দিরে শুরু হয়েছে এই বৈঠক। সূত্রের খবর, সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের ১১ দিনের বঙ্গ সফরে এই সমন্বয় বৈঠক হওয়া নিয়ে চর্চা হয়েছিল।
বাংলার ভোট নিয়ে আজ থেকে তৈরি হচ্ছে RSS-র ব্লুপ্রিন্ট, প্রয়োগ হবে 'দিল্লি মডেল'?
ফাইল ফোটো
বাংলায় বিধানসভা নির্বাচনের আরও বছর খানেক বাকি। তবে এখন থেকেই ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভাল ফলের জন্য বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) নিজেদের মধ্যে আরও সমন্বয় বাড়াতে বৈঠক বসল। শনিবার থেকে শুরু হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ পূর্ব ক্ষেত্রের সমন্বয় বৈঠক। আজ এবং আগামীকাল (রবিবার) দু’দিন ধরে চলবে এই বৈঠক।
শনিবার সকাল ১০টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়া তাঁতিবেড়িয়ার সারদা শিশু মন্দিরে শুরু হয়েছে এই বৈঠক। সূত্রের খবর, সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের ১১ দিনের বঙ্গ সফরে এই সমন্বয় বৈঠক হওয়া নিয়ে চর্চা হয়েছিল। তারপরই এই বৈঠকের সিদ্ধান্ত হয়। যা আজ শুরু হয়েছে।
যেখানে সঙ্ঘের মনোভাবাপন্ন ৫৭টি সংগঠনের নেতৃত্ব উপস্থিত রয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, সিকিম, আন্দামান নিকোবর সঙ্ঘের নেতৃত্ব রয়েছেন। বৈঠক রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ, অমিত মালব্য, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ সহ বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব।
Post A Comment:
0 comments so far,add yours