বলা ভাল, তাকে পালাতে সাহায্য করেছে গ্রামবাসী। কিন্তু তারা অভিযুক্তেরই দলবল কি না জানা যায়নি। এলাকার তৃণমূল বিধায়ক 'মুজিবরকে' ক্লিনচিট' দিলেও
কী হল হঠাৎ? পুলিশের ফোন গেল BSF-এর কাছে, তড়িঘড়ি 'অ্যালার্ট' করা জওয়ানদের
পুলিশের ফোন গেল BSF -এর কাছে
পালিয়েছে কুখ্যাত দুষ্কৃতী তথা তৃণমূল নেতা মুজিবর রহমান। বলা ভাল, তাকে পালাতে সাহায্য করেছে গ্রামবাসী। কিন্তু তারা অভিযুক্তেরই দলবল কি না জানা যায়নি। এলাকার তৃণমূল বিধায়ক ‘মুজিবরকে’ ক্লিনচিট’ দিলেও, পুলিশ ইতিমধ্যেই বিএসএফ-কে (BSF) অ্যালার্ট করে দিয়েছে।
ভৌগলিক অবস্থান অনুযায়ী চোপড়ার একদিকে বিহার অন্যদিকে বাংলাদেশ। সেই কারণে অভিযুক্ত দুষ্কৃতী যাতে পালিয়ে না যায় তার জন্য অতি সক্রিয় পুলিশ। মেসেজ পৌঁছে গিয়ে বিএসএফ-এর কাছে। অ্যালার্ট করে দেওয়া হয়েছে জওয়ানদের। যাতে মুজিবর বাংলাদেশ পালাতে না পারে।
উল্লেখ্য, শনিবার কুখ্যাত দুষ্কৃতী তথা তৃণমূল নেতা (এলাকার বিধায়কের বক্তব্য অনুযায়ী) মুজিবর রহমানকে গাড়িতে তুলছিল চোপড়া থানার পুলিশ। সেই সময় পথ আটকে দাঁড়ান গ্রামবাসী। পুলিশের সামনে থেকেই ছিনতাই করে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। এরপর তাঁর খোঁজে দেদার তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। লাগাতার চিরুনি তল্লাশি চলে। গ্রামের প্রতিটি বাড়িতে ঢুকে খোঁজ চালান পুলিশ আধিকারিকরা। যেহেতু পাশে বিহার ও বাংলাদেশ রয়েছে সেই কারণেই বিএসএফ-কে অ্যালার্ট করা হয়েছে যাতে অভিযুক্ত পালাতে না পারে।
Post A Comment:
0 comments so far,add yours