ফুট বরফের তলায় এখনও নিখোঁজ অনেকে, আকাশপথে চলছে উদ্ধারকাজ
শনিবার সকালে আবহাওয়া পরিষ্কার হওয়ার পর নতুন করে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এখনও অনেকের খোঁজ নেই। কয়েক ফুট জমে থাকা বরফের নীচে তাঁদের খোঁজ চালানো হচ্ছে।
কয়েক ফুট বরফের তলায় এখনও নিখোঁজ অনেকে, আকাশপথে চলছে উদ্ধারকাজ
উত্তরাখণ্ডের উদ্ধারকাজে এল বড় সাফল্য। শনিবার সকালে নতুন করে ১৪ জনকে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী। উদ্ধার হওয়া ১৪ জন শ্রমিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভয়াবহ তুষারঝড়ে চাপা পড়ে যায় উত্তরাখণ্ডের চামোলি জেলার বিস্তীর্ণ অংশ। শুক্রবার বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ২২ জন শ্রমিকের কোনও খোঁজ ছিল না। শনিবার সকাল থেকে হেলিকপ্টারে শুরু হয়েছে উদ্ধারকাজ।
শনিবার সকালে আবহাওয়া পরিষ্কার হওয়ার পর নতুন করে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এখনও অনেকের খোঁজ নেই। কয়েক ফুট জমে থাকা বরফের নীচে তাঁদের খোঁজ চালানো হচ্ছে। রাতে বৃষ্টি ও তুষারপাত হওয়ায় দীর্ঘক্ষণ উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়। মানা ও বদ্রীনাথের মাঝে চাপা পড়ে যায় বিআরও ক্যাম্প।
উত্তরাখণ্ডের উদ্ধারকাজে নজর রেখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীকে ফোন করেছিলেন তিনি। উদ্ধারকাজের বিস্তারিত খবর নেন। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের যোশীমঠের সেনা হাসপাতালে সরানো হচ্ছে। তুষারপাতে মানা গ্রামের কাছে আটকে পড়েছিলেন বহু জন কর্মী।
Post A Comment:
0 comments so far,add yours