মাঝরাতে হাওড়া স্টেশনে গৃহবধূর সঙ্গে ভাব জমাল মহিলা, ঘুণাক্ষরেও ভাবতে পারেননি কোলের সন্তানকে নিয়ে এমন কাজ করবে

হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ওই গৃহবধূ তাঁর দুই শিশুকন্যাকে নিয়ে বসেছিলেন। দুই শিশুকন্যার মধ্যে একজনের বয়স ৭ এবং অন্যজনের বয়স সাড়ে তিন বছর। জানা গিয়েছে, ওই গৃহবধূ লক্ষ্মীকান্তপুরে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য হুগলিতে বাপেরবাড়ি থেকে হাওড়া স্টেশনে আসেন।


মাঝরাতে হাওড়া স্টেশনে গৃহবধূর সঙ্গে ভাব জমাল মহিলা, ঘুণাক্ষরেও ভাবতে পারেননি কোলের সন্তানকে নিয়ে এমন কাজ করবে
প্রতীকী ছবি


 হুগলিতে বাপেরবাড়ি। শ্বশুরবাড়ি দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরে। রাতে দুই কন্যাসন্তানকে নিয়ে হাওড়া স্টেশনে বসেছিলেন এক গৃহবধূ। এক মহিলা এসে আলাপ জমালেন। রাতে ঘুম ধরে গিয়েছিল গৃহবধূর। সকালে চোখ খুলে দেখলেন পাশে ছোট কন্যা নেই। ঘটনায় শোরগোল পড়ে হাওড়া স্টেশনে। ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জিআরপি। সিসিটিভি ফুটেজে এক মহিলাকে একটি শিশুকন্যাকে নিয়ে পালিয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছে। কিন্তু, এখনও অধরা ওই মহিলা।

পুলিশ সূত্রের খবর, গত বুধবার (৫ মার্চ) হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ওই গৃহবধূ তাঁর দুই শিশুকন্যাকে নিয়ে বসেছিলেন। দুই শিশুকন্যার মধ্যে একজনের বয়স ৭ এবং অন্যজনের বয়স সাড়ে তিন বছর। জানা গিয়েছে, ওই গৃহবধূ লক্ষ্মীকান্তপুরে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য হুগলিতে বাপেরবাড়ি থেকে হাওড়া স্টেশনে আসেন। তাঁর ইচ্ছে ছিল, পরের দিন সকালে শিয়ালদহ স্টেশন হয়ে লক্ষ্মীকান্তপুরে যাবেন। এর জন্য তিনি রাতে স্টেশনে কাটিয়ে দেন।

সেই সময় অন্য এক মহিলা যাত্রী তাঁর সঙ্গে আলাপ জমায়। বেশ কিছুক্ষণ ওই যাত্রী তাঁর দুই মেয়ের সঙ্গে খেলাও করে। অভিযোগ, গৃহবধূ স্টেশনে ঘুমিয়ে পড়লে ওই মহিলা ছোট মেয়েটিকে নিয়ে স্টেশন থেকে চম্পট দেয়। এরপর মা তাঁর ছোট মেয়েটিকে খুঁজে না পেয়ে হাওড়া জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করে জিআরপি।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours