রাস্তার পাশে কুল কিনতে রাস্তায় দাঁড়িয়েছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডুর। সেই সময় বিধায়কের পাশে থাকা পাটকাঠির গাদায় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। বিষয়টি নজরে আসতেই পতিরাম দমকল স্ট্যান্ড বাই ইউনিটে খবর দেওয়া হয়।
বিজেপি বিধায়কে টার্গেট করেই অগ্নিসংযোগের অভিযোগ
বিজেপি বিধায়ক বুধুরাম টুডু
বিজেপি বিধায়কে টার্গেট করেই অগ্নিসংযোগের অভিযোগ। অল্পের জন্য রক্ষা পেলেন দক্ষিণ দিনাজপুর তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। বিষয়টি নিয়ে রবিবার বিকেলে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক। পতিরাম থানার পোল্লাপাড়া এলাকায় রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, রাস্তার পাশে কুল কিনতে রাস্তায় দাঁড়িয়েছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডুর। সেই সময় বিধায়কের পাশে থাকা পাটকাঠির গাদায় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। বিষয়টি নজরে আসতেই পতিরাম দমকল স্ট্যান্ড বাই ইউনিটে খবর দেওয়া হয়। যদিও খবর দেওয়ার অনেক পরে দমকলের আসে বলে বিধায়কের দাবি। পরে তাঁরা আগুন নেভান। দেরিতে আসায় দমকল কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিধায়ক। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
বিধায়কের দাবি, দুষ্কৃতীদের মূল লক্ষ্য ছিলেন তিনিই। ঘটনার পরই তিনি পতিরাম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কারা এই হামলার পেছনে, কী উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে, তা জানতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। বিধায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
এবিষয়ে বুধরাই টুডুর অভিযোগ, এটি পরিকল্পিত ষড়যন্ত্র। ঘটনায় তদন্তের দাবি করেছেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূলের সভাপতি অম্বরীশ সরকার বলেন, দুর্ঘটনা বসত আগুন লাগতে পারে। তবে রাজনৈতিক কোন বিষয় নয়। জেলায় এই ধরনের পরিবেশ নেই। তবে তিনি যখন অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসনের তদন্ত করে দেখবে।
Post A Comment:
0 comments so far,add yours