বাল্যবিবাহ রোধে ও প্লাস্টিক বর্জনের বার্তা দিতে মিছিল হল নামখানায়।দক্ষিন ২৪ পরগণা জেলার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই মিছিল করা হয়।
শিবরামপুর গ্রাম পঞ্চায়েত থেকে ১০ মাইল স্টপেজ পর্যন্ত এই মিছিল করা হয় বর্তমান সময়ে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাল্যবিবাহ রোধের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। তারপরেও দেখা যায় বাল্যবিবাহ হতে। মূলত বর্তমান সময়ে প্রেম ঘটিত কারণে পালিয়ে বিয়ে করায় বাল্যবিবাহের দেখা যায়। বাল্যবিবাহ রোধে সরকারের পাশাপাশি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনতা শিবির করে থাকে। এবার এই বাল্যবিবাহ রোধে পথে নামল শিবরামপুর গ্রাম পঞ্চায়েত। বর্তমান সময়ে প্লাস্টিক পরিবেশের একটি ক্ষতিকারক বস্তু। এই প্লাস্টিক বর্জনের ডাক দেওয়া হয় এই মিছিল থেকে। এই দিনের এই মিছিলে উপস্থিত হন রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের ছাত্র ছাত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন শিবরামপুর গ্রাম পঞ্চায়েত অধীন সমস্ত হাই স্কুল,
জুনিয়র হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীরা। এই দিনের এই মিছিলে উপস্থিত হন নামখানার জয়েন্ট বিডিও শমীক ঘোষ নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার, দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিষদের সদস্য অখিলেশ বারুই, শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রমুখ। এই মিছিল ১০ মাইল বাসস্টপেজে গিয়ে শেষ হওয়ার পর বাল্য বিবাহের উপর একটি নাটকের আয়োজন করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ সম্পর্কিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই বলেন বাল্যবিবাহ রোধে আইন রয়েছে। কিন্তু আমরা দেখেছি আইনকে অমান্য করা হচ্ছে। মানুষকে সচেতন করতে আমরা আজ এই পথে নেমেছি। এই বিষয়ে নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার বলেন বাল্যবিবাহ দূর করতে নামখানা যেন সর্বদা তৎপর। শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানাই।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours