বুর্জ কাঁপিয়ে মিনি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ভারতের বিশ্বজয়ী প্রাক্তন তারকা টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর দলে নানান বদল এসেছিল। প্লেয়ারদের ভূমিকাতেও আনা হয় বেশ কিছু বদল।


 বুর্জ কাঁপিয়ে মিনি বিশ্বকাপ জয়, গম্ভীরের এক সিদ্ধান্তে টিম ইন্ডিয়া পেল 'নতুন ধোনি'!
বুর্জ কাঁপিয়ে মিনি বিশ্বকাপ জয়, গম্ভীরের এক সিদ্ধান্তে টিম ইন্ডিয়া পেল 'নতুন ধোনি'!


গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জমানায় ভারতীয় শিবিরে এল চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। বুর্জ কাঁপিয়ে মিনি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ভারতের বিশ্বজয়ী প্রাক্তন তারকা টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর দলে নানান বদল এসেছিল। প্লেয়ারদের ভূমিকাতেও আনা হয় বেশ কিছু বদল। তাঁর এক সিদ্ধান্ত নিয়ে অনেকেই আলোচনা করেছিলেন। অবশ্য তিনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রমাণিত হয়েছে। গৌতির এক সিদ্ধান্তে টিম ইন্ডিয়া পেয়ে গিয়েছে ‘নতুন ধোনি’, এ কথাও বলা হচ্ছে ক্রিকেট মহলে। কাকে নিয়ে চলছে এই আলোচনা?


ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার লোকেশ রাহুলকে নিয়ে হচ্ছে এই আলোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াডে উইকেটকিপার-ব্যাটার বিকল্প হিসেবে লোকেশ রাহুল ছাড়া ছিলেন ঋষভ পন্থ। টেস্টে পন্থ টিম ইন্ডিয়ার প্রথম পছন্দের ক্রিকেটার হলেও ওডিআইতে গৌতম এগিয়ে রেখেছিলেন রাহুলকে। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির সবক’টি ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন রাহুল। সময় মতো গম্ভীরের ভরসার মান রেখেছেন রাহুল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours