উল্লেখ্য়, সম্প্রতি তিন বছরে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আর এই তাপ বাড়ানো যুদ্ধ পরিস্থিতির মাঝেই আমেরিকা গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।


'ট্রাম্পকে অনেক ধন্যবাদ জানাই...', ঝগড়ার পরেও কোন 'ভয়ে' সুর নরম জেলেনস্কির?
ট্রাম্প-জেলেনস্কির মধ্যে বচসা।


দু’জন রাষ্ট্রপ্রধানের বৈঠক ঠিক যেমনটা হয়, শুক্রবার ঠিক সেই রকম ভাবেই হোয়াইট হাউসে আয়োজিত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দ্বিপাক্ষিক বৈঠক। গোলযোগ বাঁধে বৈঠকের পর।


তখন হোয়াইট হাউজের ওভাল হাউজে গিজগিজ করছে সাংবাদিক। সেই সময়ই বাগযুদ্ধ বাঁধল দুই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে। কেউ কেউ বলছেন, ট্রাম্প-জেলেনস্কির এই বচসায় ‘শকুনি মামার’ কাজ করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে এই উত্তপ্ত আলোচনার পরেও ট্রাম্পের প্রতি নরম সুরই রাখলেন জেলেনস্কি।


শনিবার লন্ডনে আয়োজিত একটি সাক্ষাৎকার পর্বে গিয়ে তিনি বলেন, ‘আমরা আমেরিকার প্রতি কৃতজ্ঞ। রাষ্ট্রপতি ট্রাম্পকেও অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমেরিকার মানুষ ও কংগ্রেসের সদস্যদেরও। এই তিন বছর ধরে চলা যুদ্ধে প্রতিটা ইউক্রেনবাসী আমেরিকার সমর্থনকে কখনওই ভুলতে পারবে না।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours