কাকদ্বীপ কোর্টের এক আইনজীবী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য 



দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা আদালতে আনুমানিক দীর্ঘ কুড়ি বছর ধরে আইনজীবীর কাজ করে আসছেন সব্যসাচী মাল তবে গত ২২শে ফেব্রুয়ারি শনিবার দুপুর দুটোর পর থেকে সব্যসাচী নিখোঁজ, প্রায় ১০ দিন হতে গেল এখনো পর্যন্ত সব্যসাচীকে খুঁজে না পাওয়ার দুশ্চিন্তায় ভুগছে সব্যসাচীর পরিবারসহ কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা।


এই বিষয়টি নিয়ে সব্যসাচী মালের স্ত্রী দোলনচাঁপা মাল কাকদ্বীপ থানায় ও একটি লিখিত অভিযোগ দায়ের ও করেন,
সব্যসাচী মালের স্ত্রী দোলনচাঁপা মাল জানান গত শনিবার দুপুর দুটোর আগে পর্যন্ত তার স্বামী সব্যসাচী মালের সাথে সঙ্গে ফোনে কথা হয় যে, মেয়ের স্কুলের নাম সংশোধনের জন্য গিয়েছিলেন নাম সংশোধনের পরে তিনি জানিয়েছিলেন যে বাড়িতে ফিরবেন, কিন্তু দুপুর দুটোর পর থেকেই তিনি আর বাড়ি ফিরে আসেননি এমনকি তার ফোন ও বন্ধ রয়েছে, তারপর থেকে বহু খোঁজাখুঁজি করে না পাওয়ায় সব্যসাচী মালের স্ত্রী একটি নিখোঁজ হয়ে যাওয়ার জন্য অভিযোগ দায়ের করেন কাকদ্বীপ থানায়, এমনকি সব্যসাচী মালের পরিবারের সদস্যরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারসহ একাধিক জায়গায় জানিয়েছেন। 
জানানোর পরেও এখনো পর্যন্ত সব্যসাচী মালের নিখোঁজের রহস্য বের করতে পারেনি পুলিশ। তবে সব্যসাচীর মালের পরিবারের লোকজনেরা নিজেরাই উদ্যোগ নিয়ে সব্যসাচী মালের শেষ পর্যন্ত কোথায় অবস্থান করছে তা খুঁজে বের করার চেষ্টা করছে।


তবে এই বিষয়টি নিয়ে কাকদ্বীপ কোটের বার অ্যাসোসিয়েশন সম্পাদক মনোজ পন্ডা জানান, এ বিষয়টি জানার পর থেকে তারাও বহু খোঁজাখুঁজির চেষ্টা করছে এমনকি তিনি এবং বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ জেলার একাধিক পুলিশ প্রশাসন কেও জানিয়েছেন এবং তারাও নিজেরা খোঁজ চালাচ্ছেন।


তবে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উদ্বিগ্ন তার পরিবার ঠিক তেমনি উদ্বিগ্ন কাকদ্বীপ কোর্ট বার এসোসিয়েশন 

স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours