এবারের বাজেট অধিবেশনে চার ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির। এর মধ্যে প্রথমটিই হল ভোটার কার্ড ইস্যু। ডুপ্লিকেট এপিক নম্বর ইস্যুতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছেছে।
তৃণমূলের হাতে মোক্ষম অস্ত্র, বাজেটের দ্বিতীয় পর্বে কেন্দ্রকে কোণঠাসা করতে পারবে বিরোধীরা?
ফাইল চিত্র।
আজ, সোমবার থেকে শুরু সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। বাজেটের প্রথম অধিবেশন উত্তাল হয়েছিল আম্বেদকর বিতর্ক, বাংলাদেশ ইস্যু নিয়ে। এবার অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে ভোটার কার্ডের ডুপ্লিকেট এপিক নম্বর নিয়েই কেন্দ্রকে কোণঠাসা করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। একা তৃণমূলই নয়, বিরোধী শিবির সাজিয়েছে চারটি ঘুঁটি, যা দিয়ে সরকারকে অস্বস্তিতে ফেলার পরিকল্পনা তাদের।
এবারের বাজেট অধিবেশনে চার ইস্যুতে সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী শিবির। এর মধ্যে প্রথমটিই হল ভোটার কার্ড ইস্যু। ডুপ্লিকেট এপিক নম্বর ইস্যুতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছেছে। এবার সংসদেও সর্বশক্তি নিয়ে আক্রমণ শানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে সংসদের দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব দিয়েছে তৃণমূল।
অন্যদিকে, দক্ষিণ ভারত উত্তাল আসন পুনর্বিন্যাস নিয়ে। আসন্ন আদমসুমারির ভিত্তিতে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসের বা ডিলিমিটেশনের বিরোধিতায় সরব তমিলনাড়ুর শাসক দল ডিএমকে। সংসদেও ডিএমকে সহ কংগ্রেস এবং দক্ষিণের অন্যান্য দলগুলি এই ইস্যু নিয়ে সুর চড়াবে। ডিলিমিটেশনের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব দিয়েছেন ডিএমকে-র তিরুচি শিবার।
পাশাপাশি পাঠ্যক্রমে প্রস্তাবিত তৃতীয় তৃতীয় ভাষা হিসেবে হিন্দি চালুর বিরোধিতাতেও খড়গহস্ত হবে ডিএমকে সহ বিরোধীরা।
কংগ্রেসও চুপ থাকছে না। আমেরিকার ভারতের উপরে সম পরিমাণে শুল্ক বা ট্যারিফ বসানোর ইস্যুতে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রীর বিবৃতির দাবি জানাতে চলেছে কংগ্রেস-সহ বিরোধীরা। এছাড়াও ওয়াকফ বিল পাশের চেষ্টার বিরুদ্ধে একজোট হয়ে বিরোধিতা করতে পারে বিরোধী শিবির। সূত্রের খবর, চলতি অধিবেশনেই ওয়াকফ বিল পাস করানোর প্রস্তুতি নিচ্ছে সরকার।
শেয়ার বাজারের বেনজির পতনের কারণে খুচরো ব্যবসায়ীদের ক্ষতি নিয়ে আলোচনা করতে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন আম আদমি পার্টির সঞ্জয় সিং। কাশ্মীর এবং মণিপুরের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন কংগ্রেসের মানিকরাম ঠাকুর।
প্রসঙ্গত, আজ সংসদে মনিপুরের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রপতি শাসন চলার কারণে মনিপুরের বাজেট পেশার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।
ইন্ডিয়া জোটে সংশয়!
বিরোধী দলগুলি বিভিন্ন ইস্যুতে সরব হওয়ার পরিকল্পনা করলেও, তাদের ইন্ডিয়া জোটের ভবিষ্যত নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়েও ইন্ডিয়া জোটের বৈঠক হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আজ বিকেলে সংসদে দলীয় রণকৌশল ঠিক করতে সংসদীয় দলের স্বতন্ত্র বৈঠক ডেকেছে কংগ্রেস।বৈঠক উপস্থিত থাকবেন সনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।
প্রসঙ্গত, গত অধিবেশনে দিল্লি নির্বাচনের স্থানীয় সমীকরণ মাথায় রেখে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকার ক্ষেত্রে উদ্যোগী হয়নি কংগ্রেস। সূত্রের খবর, আজ বিকেলের বৈঠকে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Post A Comment:
0 comments so far,add yours