শর্মার ভারত বাংলাদেশকে হারানোর পর ফেসবুকে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। যা নিয়ে একের পর মন্তব্য করে চলেছেন নেটিজ়েনরা।
গিল-সামিরা 'টাইগার বধ' করার পর শ্বশুরবাড়ির দেশকে কটাক্ষ সৃজিতের?
গিল-সামিরা 'টাইগার বধ' করার পর শ্বশুরবাড়ির দেশকে কটাক্ষ সৃজিতের?
মরুশহরে টাইগারদের হারিয়ে মিনি বিশ্বকাপ সফর শুরু করেছে ভারত। তৌহিদ হৃদয় ও জাকের আলি ছাড়া আর কোনও বাংলাদেশি ক্রিকেটার সেই অর্থে ভালো পারফর্ম করতে পারেননি। জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) নেই। যে কারণে মহম্মদ সামির উপর বাড়তি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব তিনি পালনও করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে তুলেছেন ৫টি উইকেট। রোহিতরা বাংলাদেশকে হারানোর পর ফেসবুকে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। যা নিয়ে একের পর মন্তব্য করে চলেছেন নেটিজ়েনরা।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বাংলাদেশের জামাই। তাঁর স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচের পর ফেসবুকে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, “ওয়ার্ম আপ ম্যাচ শেষ হয়ে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট টিমকে শুভকামনা জানাই।” ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল ভারত-বাংলাদেশের ম্যাচ। যেখানে ৬ উইকেটে ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। এর ফলে, সৃজিতের ওই পোস্ট থেকে পরিষ্কার, তিনি খানিকটা ব্যঙ্গ করেই কথাগুলো লিখেছেন। বাংলাদেশকে কটাক্ষ করেই কি এমন পোস্ট করেছেন তিনি? অবশ্য তাঁর ওই পোস্টে প্রচুর লাইক, কমেন্ট পড়েছে। ওই পোস্টটি অনেক শেয়ারও হয়েছে।
২০১৯ সালে বাঙালি পরিচালক সৃজিতের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলার বিয়ে হয়। বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে বাংলাদেশেই রয়েছেন তিনি। যদিও টলিপাড়া সূত্রে খবর, দূরত্ব বেড়েছে নাকি এই জুটির। শোনা যাচ্ছে, বাংলাদেশেই মেয়েকে নিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মিথিলা। চান, পরিবারের মধ্যেই বেড়ে উঠুক সন্তান।
Post A Comment:
0 comments so far,add yours