শুধুমাত্র বিনিয়োগের দিকে মন না দিয়ে, ব্যবসায়ী পরিবারের নয়া প্রজন্মকে ব্যবসায়ে মন দেওয়ার কথাও বলেন ভারতীয় উদ্যোগপতি উদয় কোটাক।

ভারতে কোনও নতুন কোম্পানি তৈরি হচ্ছে না! নতুন প্রজন্মের উদ্যোগপতিদের নিয়ে শঙ্কিত ব্যাঙ্কার উদয় কোটাক


ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করতে দেখা গেল বিখ্যাত উদোগপতি ও ব্যাঙ্কার উদয় কোটাককে। তিনি বলছেন, বর্তমান প্রজন্মের যাঁরা উদ্যোগপতি তাঁরা ব্যবসা চালানোর থেকে ইনভেস্টমেন্ট ম্যানেজ করার দিকে বেশি নজর দিচ্ছে, আর এর ফলে ক্ষতি হতে পারে ভারতের অর্থনীতির।


‘চেসিং গ্রোথ ২০২৫’ ইভেন্টে বলতে গিয়ে কোটাক বড়বড় পরিবার যাঁদের পারিবারিক ব্যবসা রয়েছে, সেই পরিবারের বর্তমান প্রজন্মদের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমাকে ভাবায় কোভিড পরবর্তী এই প্রজন্ম, যারা উপায়ের জন্য সবচেয়ে সহজ পদ্ধতির সুবিধা নিতে চাইছে। তাঁরা বলে তাঁরা পারিবারিক ব্যবসা ও বিনিয়োগ সামলাবে, শেয়ার বাজারে ট্রেডিং করবে, মিউচুয়াল ফান্ড ম্যানেজ করবে। আর সবচেয়ে বড় কথা তারা এটাকে পূর্ণ সময়ের কাজ বলেই মনে করে।”

শুধুমাত্র বিনিয়োগের দিকে মন না দিয়ে, এঁদের ব্যবসায়ে মন দেওয়ার কথাও বলেন উদয় কোটাক। তিনি বলেন, “কেউ যদি কোনও ব্যবসা বিক্রি করে দেয়, তবে সে অন্য আরও একটি ব্যবসা শুরু করার কথা বা অন্য ব্যবসা কেনার কথা ভাবতে পারে। কিন্তু এর বদলে আমি দেখি অনেক তরুণ বলে, আমি আমার পরিবারের ব্যবসা সামলাচ্ছি। কেন তাঁরা একেবারে শুরু থেকে শুরু করতে চাইছেন না?”


তিনি আরও প্রশ্ন তোলেন যে সব মানুষদের ৩৫-৪০ বছর বয়স হয়ে গিয়েছে, দেশের অর্থনীতিতে তাঁরা আরও সরাসরি অবদান রাখছেন না কেন? “এই প্রজন্ম সাফল্যের জন্য ক্ষুধার্ত ও তারা নতুন ব্যবসা গড়ে তুলছে, এটা দেখতে পেলে আমি খুবই খুশি হব। আমি আজও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পরবর্তী প্রজন্ম বিনিয়োগকারী না হয়ে কঠোর পরিশ্রম করে নতুন ব্যবসা গড়ে তুলবে।”

এ ছাড়াও তিনি ভারতের বাজারের বর্তমান অবস্থা নিয়েও মুখ খোলেন। তিনি দেশের বাজার থেকে বিনিয়োগকারীদের চলে যাওয়ার পিছনে ইউএস ডলারের ক্রমশ শক্তিশালী হওয়াকেই দায়ী করেন।

ইতিমধ্যেই বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে বেরিয়ে যাওয়া শুরু করেছে। ওয়ার্লপুল ও হুন্ডাই তাদের ভারতীয় সংস্থা থেকে বিনিয়োগ বিক্রি করছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে প্রুডেনশিয়ালও তাদের শেয়ার বিক্রি করার বিষয়ে চিন্তাভাবনা করছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours