সেটা পরেই তিনি কুকুর হয়ে উঠেছিলেন। শুধু নিজের ইচ্ছেপূরণেই থেমে থাকলেন না। অন্য কোনও মানুষেরও যদি একইরকম ইচ্ছে থাকে, সেই স্বপ্নপূরণের রাস্তাও খুলে দিয়েছেন। আবারও শিরোনামে টোকো।



 মানুষ থেকে হয়েছিলেন কুকুর! এবার চিড়িয়াখানা খুললেন টোকো


ইচ্ছে হয়েছিল, কুকুরের মতো জীবন কাটাবেন। সেই থেকেই শিরোনামে এসেছিলেন টোকো। জাপানের এক ব্যক্তি মানুষ থেকে হয়ে উঠেছিলেন কুকুর! না কোনও মেডিক্যাল সহায়তায় নয়। নিজের স্বপ্ন সত্যি করেছেন। কুকুরের মতো জীবন যাপন করছেন। এর জন্য় খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকারও বেশি। হাইপার-রিয়্যালিস্টিক কুলি কিনেছিলেন টোকো। যা কুকুরের মতোই কস্টিউম। সেটা পরেই তিনি কুকুর হয়ে উঠেছিলেন। শুধু নিজের ইচ্ছেপূরণেই থেমে থাকলেন না। অন্য কোনও মানুষেরও যদি একইরকম ইচ্ছে থাকে, সেই স্বপ্নপূরণের রাস্তাও খুলে দিয়েছেন। আবারও শিরোনামে টোকো।

অনেকেরই কৌতুহল থাকে অন্য প্রাণীর মতো জীবন কাটানোর। সেই স্বপ্ন পূরণ হতে পারে। জাপানের সেই ব্যক্তি একটি চিড়িয়াখানা খুলেছেন। এর বিশেষত্বও রয়েছে। চিড়িয়াখানার নাম দিয়েছেন টোকো টোকো জু। যেখানে হাইপার-রিয়্যালিস্টিক কস্টিউম থাকবে। কেউ চাইলে এই কস্টিউম পরে মানুষ থেকে কুকুর হয়ে উঠতে পারবেন। কুকুরের মতো জীবন যাপন করতে পারবেন। নিজের স্বপ্নপূরণের পর এই পথই বেছে নিয়েছেন টোকো।

টোকো টোকো চিড়িয়াখানায় কী থাকছে? টোকোটোকোজু-এর অফিসিয়াল ওয়েবসাইটে নানা তথ্য় দেওয়া রয়েছে। এই উদ্যোগ সম্পর্কে লেখা রয়েছে, ‘আমি কখনও পশু হতে চেয়েছিলেন? কখনও কল্পনা করেছেন, অন্য় কোনও জীবন কাটাবেন, সেই অভিজ্ঞতা উপভোগ করবেন? আপনার সেই ইচ্ছে পূরণ করতে চাই।’ আপাতত এই চিড়িয়াখানায় রয়েছে আলাস্কান ম্য়ালমিউট (কুকুরের ব্রিড)-এর কস্টিউম রয়েছে। এরপর পান্ডার হাইপার-রিয়্যালিস্টিক কস্টিউম রাখারও পরিকল্পনা রয়েছে। যদিও বিড়াল কিংবা শেয়ালের পরিকল্পনা নেই। মানুষের শরীরের নিরিখে এই কস্টিউম অনেকটাই ছোট হবে।

ওয়েবসাইটে আরও উল্লেখ রয়েছে- যারা এই নতুন অভিজ্ঞতা উপলব্ধি করতে চান, আগেভাগেই এই কস্টিউম বুক করতে হবে। তিন ঘণ্টার জন্য় এই কস্টিউমের ভাড়া ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা। দু-ঘণ্টার সেশনের জন্য প্রায় ২১ হাজার টাকা। তবে কেউ যদি বন্ধু-বান্ধব নিয়ে আসেন, জোড়ায় কস্টিউম নিলে ভাড়াও কমবে। দু-জন এলে একেক জনের জন্য এর ভাড়া হতে পারে ১৭ হাজার টাকার মতো। তিন জন হলে ১২ হাজার টাকার কাছাকাছি
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours