হাসপাতালের বেডে শুয়েই মাধ্যমিক পরীক্ষা দিলো নামখানায় অসুস্থ এক পরীক্ষার্থী
পরীক্ষা কেন্দ্রে পৌঁছে অসুস্থ হয়ে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
নামখানা ব্লকের মৌসুনি দ্বীপের বালিয়াড়া কিশোর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পিউ দাস। এই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের এবারের পরীক্ষা সেন্টার, নামখানা ব্লকের নারায়নিতলা ধনেশ্বর শিক্ষা সদন স্কুল। বালিয়াড়া কিশোর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পিউ আজ পৌনে দশটা নাগাদ তার পরীক্ষা কেন্দ্র নারায়নিতলা ধনেশ্বর শিক্ষা সদনে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়ে। প্রবল শ্বাসকষ্ট ও খিচুনি শুরু হয়। পরীক্ষা কেন্দ্রে থাকা চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেন। অবস্থার অবনতি হলে কোনরকম ঝুঁকি না নিয়ে পুলিশ প্রশাসন এবং পরীক্ষকরা ওই অসুস্থ পরীক্ষার্থীকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অসুস্থ পরীক্ষার্থীর সঙ্গে প্রশ্নপত্র নিয়ে দ্বারিকনগর হাসপাতালে উপস্থিত হন পরীক্ষক এবং পুলিশ প্রশাসন। অসুস্থ এই পরীক্ষার্থীর চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। পরে চিকিৎসকের ও পরীক্ষার্থীর সাথে কথা বলে, হাসপাতালেই ওই পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়। দ্বারিকনগর ব্লক হাসপাতালের বেডে শুয়েই ১১:৫০ থেকে পরীক্ষা দেওয়া শুরু করে অসুস্থ ওই মাধ্যমিক পরীক্ষার্থী।
ষ্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours