মাঘী পূর্ণিমার পুণ্যস্নানে গঙ্গাসাগরে হাজার হাজার পুণ্যার্থী

ভোর রাত থেকে গঙ্গাসাগরে মাঘী পূর্ণিমার পুণ্যস্নানে নেমে পড়েছেন হাজার হাজার পুণ্যার্থী। হাজার হাজার মানুষ পুণ্যস্নান সেরে কপিলমুনির আশ্রমের সামনে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। গতকাল রাত থেকে ঠান্ডা উধাও। দখিনা বাতাস বইছে। এবারের মাঘী পূর্ণিমার ভিড় অতীতের সব ভিড়ের রেকর্ড ভেঙে দেবে বলে প্রশাসনের অনুমান।

 সবমিলিয়ে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে সাগরতটে। কাকদ্বীপের লট নং আটে পুণ্যার্থীদের লম্বা লাইন। একই ছবি সাগরের কচুবেড়িয়া ঘাটেও। মানুষের লাইন গঙ্গাসাগরমুখী। কাকদ্বীপ স্টেশনও ভিড়ে ঠাসাঠাসি। রাতভর পুণ্যার্থী এসেছেন। মাঘী পূর্ণিমায় লক্ষাধিক পূণ্যার্থীর ভিড়ে জমজমাট সাগর তট। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীদের সমাগম ঘটেছে সাগরের বেলাভূমিতে। এখনো কাকদ্বীপ এবং নামখানা থেকে হাজার হাজার পুণ্যার্থী সাগর মুখী রয়েছেন। পুণ্য স্নানকে ঘিরে মুড়িগঙ্গা নদীতে চালানো হচ্ছে অতিরিক্ত ভেসেল এবং বার্জ। মেলা প্রাঙ্গণ জুড়ে পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও  শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। আজ দিনভর পুণ্য স্নান চলেছে গঙ্গাসাগরে।

স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours