বাইক আর স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ২ জন এবং ঘটনাস্থলেই মৃত ১

দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ মনসাতলা বাসস্ট্যান্ডের কাছে বাইক আর স্কুটির মুখোমুখি ধাক্কার মৃত স্কুটিতে থাকা এক ব্যক্তি ।

স্থানীয় সূত্রে জানা গেছে যে বকখালি থেকে একটি বাইক নামখানার দিকে যাচ্ছিল আর অন্যদিকে নামখানা থেকে একটি স্কুটি বকখালি দিকে যাচ্ছিল। এমন সময় মনতলা বাস স্ট্যান্ড এর কাছে একটি টোটো গাড়িকে ওভারটেক করতে গিয়ে স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। 


ছিটকে পরে যায় বাইক ও স্কুটি। তড়িঘড়ি ছুটে যায় এলাকাবাসীরা, বাইক চালক ও স্কুটিতে থাকা দুজনকে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্র, দারিক নগর গ্রামীণ হাসপাতালে। ঘটনায় গুরুতর জখম দুজন আর ঘটনাস্থলেই মারা যায় একজন। মৃত ঐ ব্যক্তির নাম বিধান চন্দ্র বেড়া, বাড়ি রাধানগর। 

এই দুর্ঘটনার কারণে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় তবে ঘটনাস্থলে পৌঁছে ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ সম্পূর্ণ ব্যাপারটি নিয়ন্ত্রণে আনেন। ফ্রেজারগঞ্জ থানা পুলিশের তৎপরতায় যানজট মুক্ত হয়।


ষ্টাফ রিপোর্ট মুন্না সরদার 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours