কাকদ্বীপে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা
জেলার সমস্ত জায়গার মতো এবার কাকদ্বীপ ব্লকের হারু পয়েন্ট কোস্টাল থানার অধীন বুদ্ধপুর এলাকার এক মৃত সোনা ব্যবসায়ী দিলীপ সাউয়ের বাড়িতেই সকাল সকাল ইডির হানা। ৫ জন ইডি আধিকারিকদের একটি টিম ওই বাড়িতে প্রায় ৭ ঘণ্টা ধরে তল্লাশি চালায়।
সূত্র মারফত জানা যায় NRI কোটায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বেশ কিছু ছাত্র-ছাত্রীকে ভর্তি করানো হয়েছিল। সেই সূত্র ধরেই আজ কাকদ্বীপের বুদ্ধপুর এলাকায় মৃত ওই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সাউযের বাড়িতে সকাল থেকে হানা দেয় এডির আধিকারিকরা।
জানা যায় ওই মৃত স্বর্ণ ব্যবসায়ীর মেয়ে বেসরকারি একটি মেডিকেল কলেজের পড়ুয়া। তবে এই বিষয়ে ইডির আধিকারিকদের জিজ্ঞাসা করা হলে তারা কোনো কিছুই সংবাদ মাধ্যমের সামনে জানায়নি।
স্টাফ রিপোর্ট মুন্না সর্দারের
Post A Comment:
0 comments so far,add yours