আচমকা লোডশেডিং হতেই কার্যত গোটা স্কুলই ঢাকা পড়ে অন্ধকারের চাদরে। ফলে পরীক্ষা দিতে গিয়ে রীতিমতো চাপে পড়ে পরীক্ষার্থীরা। বাইরে তখন গেটের বাইরে অপেক্ষা করছেন পড়ুয়াদের মা-বাবারাও। তাঁরাও চিন্তিত হয়ে পড়েন।


বাইরে তুমুল বৃষ্টি, ভিতরে আচমকা লোডশেডিং! মাধ্যমিকের মাঝেই স্কুল ডুবল অন্ধকারে, শেষে মোমবাতির আলোয় চলল পরীক্ষা
প্রতীকী ছবি


আচমকা লোডশেডিং! সব অন্ধকার! শেষে মোমবাতির আলোয় হল মাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষা চলাকালীন আচমকা বিদ্যুৎ বিভ্রাট হয় গঙ্গানগরের কাঁদিহাটি কালিনাথ মুখার্জি হাইস্কুলে। এদিকে সকাল থেকেই আবার মেঘাল আকাশ। দিকে দিকে মুষলধারা। একটানা বৃষ্টিতে তখন চারপাশে সন্ধ্যার আবহ। তার মধ্যে আচমকা লোডশেডিং হতেই কার্যত গোটা স্কুলই ঢাকা পড়ে অন্ধকারের চাদরে। ফলে পরীক্ষা দিতে গিয়ে রীতিমতো চাপে পড়ে পরীক্ষার্থীরা। বাইরে তখন গেটের বাইরে অপেক্ষা করছেন পড়ুয়াদের মা-বাবারাও। তাঁরাও চিন্তিত হয়ে পড়েন। স্কুল কর্তৃপক্ষের কাছে উদ্বেগের কথাও জানান। 


অবস্থা খারাপ হচ্ছে দেখে ছুটে যান স্কুলের প্রধান শিক্ষক সুমিত সাহা। কথা বলতে যান দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাও। তাঁরাই শেষ পর্যন্ত অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করেন। 


সূত্রের খবর, বেগতিক থেকে স্কুলের তরফে দ্রুত যোগাযোগ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে। যদিও ততক্ষণে মোমবাতির আলোর ব্যবস্থা হয়ে গিয়েছে। পরীক্ষা দিতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। যদিও স্কুলের তরফে জেনারেটর সেটেরও ব্যবস্থা করা হয়। কিন্তু তা চালুর করার আগেই ফের ফিরে আসে বিদ্যুৎ। হাঁফ ছেড়ে বাঁচে পরীক্ষার্থীরা। স্থানীয় সূত্রে খবর, গোলযোগের জন্য পরীক্ষার্থীদের আধ ঘণ্টা এক্সট্রা টাইম দেওয়া হয়। যদিও স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে অফিসিয়াল কিছু বলতে রাজি হয়নি।   
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours