মহাকুম্ভের মধ্যেই গঙ্গাসাগরের পূর্ণ স্নান করতে নিয়ে যাওয়ার পথে পুন্যার্থীদের বাস দুর্ঘটনার কবলে। আহত ভিন রাজ্যের পুন্যার্থী সহ ১০ জন।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর থানার চৌরঙ্গী সাগর মহল এলাকায় শুক্রবার সকাল আটটা নাগাদ কচুবেড়িয়া থেকে সাগরে উদ্দেশ্যে পুণ্যার্থীদের নিয়ে সাগরের উদ্দেশ্যে রওনা দেয় একটি বাস। সেই সময় সাগরের চৌরঙ্গীর সাগর মহল এলাকায় হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জলিতে পড়ে যায়। তখনই দেখতে পায় এলাকার মানুষজন।
এলাকার মানুষজন দেখতে পেয়ে তড়িঘড়ি করে ওই বাসে থাকা পুণ্যার্থীদের উদ্ধারের কাজে হাত লাগায় এবং খবর দেওয়া হয় সাগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে সাগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। সাগর থানা ও এলাকার মানুষজনের সহযোগিতায় সমস্ত পুন্যার্থীদের কে উদ্ধার করে সাগরের গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার খবর পেয়ে উপস্থিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও ভিডিও কানাইয়া কুমার রায়। ভিডিও জানিয়েছেন পথ দুর্ঘটনায় আহত হয়েছে ৮ থেকে ১০ জন, আহতদের সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।
পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়া ওই বাসটিকে জিসিবি দিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে সাগর থানার পুলিশ। তবে কিভাবে ঘটলো এমন ঘটনা সেই ব্যাপারে তদন্ত চালাচ্ছে সাগর থানার পুলিশ।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours