এসএলএসটি-র ২৬০০০ শিক্ষক-শিক্ষিকার চাকরি নিয়ে যে বিতর্ক চলছে, সেই মামলারও শুনানি ছিল আজ সোমবার। একই সঙ্গে প্রাথমিকের মামলার শুনানিও চলছিল।


হাজার হাজার চাকরি নিয়ে সংশয়, প্রাইমারি নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দেবে রাজ্য


সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ মামলার শুনানি। ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয় রাজ্যে। সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে রয়েছে। সেই নিয়োগ নিয়ে জটিলতা রয়েই গেল। তবে এই নিয়োগ নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, তা জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে।


২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় ১১৭৫৮ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল। ৯৫৩৩ জন ইতিমধ‍্যেই নিযুক্ত হয়েছেন চাকরিতে। বাকিদের নিয়োগ নিয়ে জটিলতা রয়ে গিয়েছে। এর মধ্যে একাংশের নিয়োগ স্বচ্ছতা আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে আর একাংশের ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁরা একটি কোর্স করে ওই পদের জন্য আবেদন করেছেন, আর সেই পদের বৈধতা নিয়ে উঠেছে প্রশ্ন।


সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি শ্রী নরসীমা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল শুনানি। শীর্ষ আদালতের নির্দেশ, বাকিদের চাকরি কবে হবে, তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours