অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমি তখন কাগজ ছিঁড়েছিলাম কেন? আমি তখন একা ছিলাম সংসদে। আমাকে কোনও কিছু বলতে দেওয়া হত না। বিজেপি, সিপিএম, কংগ্রেস একসঙ্গে আমাকে বলতে দেয়নি। সাতদিন ধরে নোটিস দেওয়ার পরও একটা কথা বলতে দেয়নি। এরা তো রোজ বলে।"
প্রমাণ দিক আমি যদি একটা টেবিলও ছুঁয়ে থাকি, দল বিস্ফোরক হয়েছিল, আমি নয়'
অধিবেশনে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপি বিধায়করা নেই অধিবেশনে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিজেপির কেউ ছিল না। বিধানসভার বাজেট অধিবেশনে এসে তা নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “সংসদে তো আমরা বিরোধী। কিন্তু, সেখানে বৈঠক ডাকলে আমাদের সাংসদরা যান।” ২০০৬ সালের নভেম্বরে বিধানসভায় ভাঙচুরের সময় তিনি একটা চেয়ার-টেবিলে হাত দেননি বলেও এদিন মন্তব্য করেন।
গতকাল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়েছিলেন। তা নিয়ে শাসকদল প্রশ্ন তুললে বিজেপি জবাব দিয়েছিল, সংসদে তো কাগজ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারও জবাব দেন মুখ্যমন্ত্রী।
অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি তখন কাগজ ছিঁড়েছিলাম কেন? আমি তখন একা ছিলাম সংসদে। আমাকে কোনও কিছু বলতে দেওয়া হত না। বিজেপি, সিপিএম, কংগ্রেস একসঙ্গে আমাকে বলতে দেয়নি। সাতদিন ধরে নোটিস দেওয়ার পরও একটা কথা বলতে দেয়নি। ২০০৪ সালের লোকসভা ভোটে বাংলায় ৩৯ শতাংশ ভোট পাওয়ার পরও যখন একা হয়ে গিয়েছিলাম, আমায় একটা ভাষণ দিতে দেওয়া হত না। সংসদে প্রশ্ন করতে দেওয়া হত না। এরা তো রোজ বলে। আমি নিজে এদের প্রশ্নের উত্তর দিয়েছি।”
Post A Comment:
0 comments so far,add yours