এদিন সকাল ১০টা নাগাদ ভয়াবহ এই ঘটনা ঘটেছে ঘাটালের মনোহরপুর সংলগ্ন এলাকায়। দুই পরীক্ষার্থীই ঘাটালের চৌকান নেতাজি বিদ্যাপীঠের ছাত্র। এদের মধ্যে শেখ নাবিদুল হাসান নামে এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
বাইকে চেপে দুই বন্ধু যাচ্ছিল পরীক্ষাকেন্দ্রে, একজন দিতে পারলেও অন্যজনের আর দেওয়া হল না মাধ্যমিক
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক পরীক্ষার্থী
বাইকে করে পরীক্ষা কেন্দ্র যাচ্ছিল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু, কে জানত পথেই ওৎ পেতে বসে আছে বড় বিপদ। রাস্তাতেই ঘটে গেল মারত্মক ঘটনা। অশাঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক। আর দেওয়া হল না পরীক্ষা। এদিন সকাল ১০টা নাগাদ ভয়াবহ এই ঘটনা ঘটেছে ঘাটালের মনোহরপুর সংলগ্ন এলাকায়। দুই পরীক্ষার্থীই ঘাটালের চৌকান নেতাজি বিদ্যাপীঠের ছাত্র। এদের মধ্যে শেখ নাবিদুল হাসান নামে এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। ভর্তি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে।
সূত্রের খবর, দুই পরীক্ষার্থীরই মাধ্যমিকের সিট পড়েছিল মনোহরপুর শ্রী রামকৃষ্ণ হাইস্কুলে। দু’জনই এদিন চৌকান থেকে মনোহরপুরে যাচ্ছিল। পথেই ঘটে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার দ্রুত ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন। নাবিদুলের অবস্থা খারাপ হওয়ায় এদিন সে আর ভূগোল পরীক্ষা দিতে পারল না। ফেললেও বর্তমানে তাঁর জ্ঞান ফিরেছে। তবে তাঁর বন্ধু রাকিবুল হোসেনের চোট গুরুতর না হওয়ায় শেষ পর্যন্ত সে পরীক্ষা দিতে পেরেছে।
এ বিষয়ে ঘাটাল হাসপাতালের সুপার মহেশ্বর মাণ্ডি বলেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। দু’টো ছেলে আহত হয়েছে। একজন জ্ঞান হারিয়ে ফেলায় পরীক্ষা দিতে পারল না। তবে ওই ছাত্র যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।”
Post A Comment:
0 comments so far,add yours