মঙ্গলেই 'অমঙ্গল' এল শুভেন্দুর জীবনে। গতকাল হয়েছিলেন সাসপেন্ড। আজ তাঁর বিরুদ্ধে জারি হল স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
সাসপেন্ডের পর স্বাধিকার ভঙ্গের নোটিস শুভেন্দুর বিরুদ্ধে! 'ইয়ে ডর আচ্ছা লাগা', পাল্টা দাবি বিরোধী দলনেতার
শুভেন্দুর বিপাকের পারদ যেন দিন-প্রতিদিন আরও চড়ছে। গতকাল বিধানসভায় কাগজ ছুড়ে সাসপেন্ড হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্য়েই আরও ব্যাকফুটে পড়লেন বিজেপি নেতা।
মঙ্গলেই ‘অমঙ্গল’ এল শুভেন্দুর জীবনে। গতকাল হয়েছিলেন সাসপেন্ড। আজ তাঁর বিরুদ্ধে জারি হল স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘সাংবাদিক সম্মেলন থেকে যে ভাষায় কথা বলেছেন বিরোধী দলনেতা, তা দুর্ভাগ্যজনক।’
কিন্তু কী এমন বলেছেন শুভেন্দু? গতকাল সাসপেন্ড হওয়ার পর পাশে অগ্নিমিত্রা পাল ও বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। বিধানসভার বাইরে থেকেই শাসকদলের বিরুদ্ধে গর্জে ওঠেন। কেন সাসপেন্ড হয়েছেন, সেই ‘কারণটা’ উল্লেখ করে তিনি বলেন, ‘হিন্দুদের হয়ে বলতে গিয়ে সাসপেন্ড হলাম, মোল্লার সরকার চলছে।’
এদিন শুভেন্দুর এই মন্তব্যের উপর ভিত্তি করেই বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। তবে এই সাসপেনশন থেকে স্বাধিকার ভঙ্গকে ‘তৃণমূলের নিত্যকর্ম’ বলে তোপ শুভেন্দুর। তাঁর কথায়, ‘এখনও অবধি চার বার সাসপেন্ড করেছে, ৫ বার নোটিস জারি করেছে। এটা ওদের নিত্যকর্ম।’ এরপর ফের সেই হিন্দুত্ব উস্কে তিনি বলেন, ‘ওরা ভয় পেয়েছে। হিন্দু আস্থা, হিন্দু দেব-দেবীর সম্মান ও হিন্দুত্বের আওয়াজকে ভয় পেয়েছে। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।’
উল্লেখ্য, গতকালের পর আজও নতুন করে উত্তপ্ত হয়েছে বিধানসভা। অবশ্য এই উত্তাপের ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিরোধী দলনেতা। এদিন পূর্ব পরিকল্পিত কর্মসূচি মতোই বিধানসভা চত্বরে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা। একদিকে যখন বিধানসভার অন্দরে ভাষণ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই লাইভ করে বিধানসভার বাইরে থেকে বক্তৃতা পেশ করবেন বলেও জানিয়ে দিয়েছেন শুভেন্দু।
Post A Comment:
0 comments so far,add yours