ক্রিকেটের মিনি বিশ্বকাপও বলা যায়। আট দলের টুর্নামেন্ট। ফরম্যাট এমনই, একটি ম্যাচ হারলে সেই টিম ছিটকে যেতেই পারে। কার্যত নকআউট টুর্নামেন্টও বলা যায়। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সাফল্য পেতে পারে, এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন কোচ।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে ফেভারিট মনে করছেন ভারতের কোচ!

 ট্রফি হয়েছিল ২০১৭ সালে। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক তারা। যদিও টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলি দুবাইতে। একটি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইতে হবে। বাকি ম্যাচগুলি পাকিস্তানের তিনটি ভেনুতে। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। যা ক্রিকেটের মিনি বিশ্বকাপও বলা যায়। আট দলের টুর্নামেন্ট। ফরম্যাট এমনই, একটি ম্যাচ হারলে সেই টিম ছিটকে যেতেই পারে। কার্যত নকআউট টুর্নামেন্টও বলা যায়। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সাফল্য পেতে পারে, এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।


ভারতের বিরুদ্ধে ম্যাচটি বাদে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচই ঘরের মাঠে খেলবে পাকিস্তান। দুবাইয়ের পরিবেশ পরিস্থিতিও তাদের থেকে খুব একটা আলাদা নয়। ভারতের কিংবদন্তি ক্রিকেটার তথা জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করছেন, ঘরের মাঠে খুবই বিপজ্জনক পাকিস্তান। আইসিসি রিভিউতে রবি শাস্ত্রী বলেন, ‘পাকিস্তান খুবই বিপজ্জনক দল বলেই মনে করি। ওর গত ৬-৮ মাস সাদা বলে যেরকম পারফর্ম করেছে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায়, ওদের বিপজ্জনক বলতেই হবে।’


চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্য বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ধারাবাহিক ভালো পারফর্ম করে আসা সায়াম আয়ুব ছিটকে গিয়েছেন। তাঁর অনুপস্থিতিও খুব একটা চাপে ফেলবে না বলেই মনে করেন রবি শাস্ত্রী। আরও যোগ করেন, ‘টপ অর্ডারে সায়াম আয়ুবের না থাকাটা হয়তো ওদের কাছে চাপের। ও খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপরও বলব, পাকিস্তান বিপজ্জনক দল। বিশেষ করে ঘরের মাঠে আরও বেশি শক্তিশালী। ওদের অন্তত সেমিফাইনাল অবধি যোগ্যতা অর্জন করা উচিত। এরপর তো আর একটা ম্যাচের ব্যাপার।’ পাকিস্তান সেমিফাইনালে উঠলে ট্রফিও জিততে পারে, এমনটাই মনে করছেন রবি শাস্ত্রী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours