এই বৈঠক নিয়ে রাজ্য সমবায় ইউনিয়নের সহ সভাপতি আশিস চক্রবর্তী বলেন, "আমাদের ১৫ জন ডিরেক্টরের মধ্যে ১১ জন এখানে উপস্থিত ছিলেন। তাঁদের সামনে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ জানিয়েছি। আর বাকি চারজন আমাদের এই বৈঠকে ভার্চুয়ালি যোগদান করেন।"
কাঁথি সমবায় ব্যাঙ্কের দুই পদ নিয়ে 'মাস্টারস্ট্রোক' তৃণমূলের, অখিল-উত্তম দ্বন্দ্ব থামবে?
ফাইল ফোটো
কাঁথি: বিরোধীরা কার্যত উড়ে গিয়েছে। তারপরও কাঁথি সমবায় ব্যাঙ্কে ডিরেক্টর নির্বাচন করতে লেগেছে বেশ কিছুদিন। জেলায় শাসকদলের টানাপোড়েনের জেরে হস্তক্ষেপ করতে হয়েছে তৃণমূলের রাজ্য নেতৃত্বকে। তাই কাঁথি সমবায় ব্যাঙ্কে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে বাড়তি সতর্ক ছিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। অবশেষে রবিবার নির্বাচিত হল কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এই নির্বাচন ঘিরে যাতে গোষ্ঠীদ্বন্দ্ব না বাড়ে, সেজন্য শুভেন্দু অধিকারীর জেলায় সাবধানী পদক্ষেপ করল তৃণমূল।
কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ১০৮টি আসনের মধ্যে ১০১টি পেয়েছে তৃণমূল। কিন্তু, জেলায় দলের অন্দরে টানাপোড়েনের জেরে ডিরেক্টর নির্বাচন পিছিয়ে যাচ্ছিল। সমস্যার সমাধানে হস্তক্ষেপ করতে হয় স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে দ্বন্দ্ব এড়াতে সতর্ক ছিল তৃণমূল নেতৃত্ব।
রবিবার কাঁথিতে তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে ডিরেক্টরদের নিয়ে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় ইউনিয়নের সহ সভাপতি আশিস চক্রবর্তী, কাঁথি সমবায় ব্যাঙ্ক নির্বাচন কমিটির আহ্বায়ক অখিল গিরি, সুকুমার দে-সহ জেলা নেতৃত্ব। ১৫ জন ডিরেক্টরের মধ্যে এই বৈঠকে সশরীরে হাজির ছিলেন ১১ জন। তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে সশরীরে হাজির ছিলেন না ডিরেক্টর তরুণ জানা। কাঁথি সমবায় ব্যাঙ্কে তাঁর চেয়ারম্যান হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল।
Post A Comment:
0 comments so far,add yours