তিনি এও বলেন, "এরা ধর্ষককে বাঁচানোর লোক। খুনিকে বাঁচানোর লোক। যাঁরা এই কথাটা বলছেন আসল অপরাধী লুকিয়ে আছে। তার মানে আসল অপরাধী কে সেই প্রমাণ তার কাছে আছে। যে বা যারা এই স্টেটমেন্ট দেবে অবিলম্বে তাদের হেফাজতে নিয়ে জেরা করা উচিত।"


...আসল অপরাধী লুকিয়ে আছে', যাঁরা এ কথা বলবেন তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি কুণালের
কুণাল ঘোষ


কলকাতা: তিলোত্তমার ঘটনায় নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছে সঞ্জয় রায়কে। তবে তিলোত্তমার মা-বাবা ও নাগরিক সমাজের একাংশ মানতে নারাজ এই ঘটনার সঙ্গে সঞ্জয় একা জড়িত রয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, এবার যদি কেউ দাবি করেন একা সঞ্জয় জড়িত নন, তাহলে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত পুলিশের।


এ দিন কুণাল বলেন, “যাঁরা বলছেন আসল অপরাধী এখনও আরজি করে লুকিয়ে রয়েছে। পরিষ্কার করে বলছি তদন্ত শেষ হয়েছে। কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। সিবিআই মান্যতা দিয়েছে। শিয়ালদহ কোর্ট সাজা দিয়েছে। তবে যাঁরা আজ রাস্তায় নেমে বলছে আসল দোষী…আসল দোষী বলছেন, আদতে তাঁরা সঞ্জয় রায়কে বাঁচাতে নেমেছেন।”

তিনি এও বলেন, “এরা ধর্ষককে বাঁচানোর লোক। খুনিকে বাঁচানোর লোক। যাঁরা এই কথাটা বলছেন আসল অপরাধী লুকিয়ে আছে। তার মানে আসল অপরাধী কে সেই প্রমাণ তার কাছে আছে। যে বা যারা এই স্টেটমেন্ট দেবে অবিলম্বে তাদের হেফাজতে নিয়ে জেরা করা উচিত। যদি এদের কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে তদন্তে দিক। আর যদি না থাকে তাহলে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাক।”


উল্লেখ্য, রবিবার ছিল তিলোত্তমার জন্মদিন। সেই দিন তাঁর বাবা-মা নাগরিক সমাজকে বিচারের দাবিতে পথে নামার আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে পথে নামেন প্রচুর মানুষ। চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে বিনোদন জগতেরও অনেককে দেখা যায় পথে নামতে। রাস্তায় নামেন তিলোত্তমার মা-বাবাও। কলেজ স্কোয়ার থেকে মৌন মিছিল হয় আরজি কর পর্যন্ত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours