সলমনের মুখের উপর দিয়েছিলেন এক কড়া জবাব আর তাতেই খোদ ভাইজানের রোষানলে পড়ে প্রায় কেরিয়ারই ধ্বংস হতে বসেছিল অরিজিতের। বাদ পড়েছিলেন রেকর্ড হওয়া গান থেকে।
খোঁচা দিয়ে কথা, প্রকাশ্যে সলমনকে একহাত নেন অরিজিৎ, তারপর...


মাটির মানুষ হিসেবে অরিজিৎ সিংয়ের পরিচিতি রয়েছে বলিউডে। কোটি কোটি টাকার মালিক হয়েও তাঁর জীবনযাত্রা অতীব সাধারণ। এ হেন অরিজিৎই একবার বিবাদে জড়িয়ে পড়েন সলমন খানের সঙ্গে সলমনের মুখের উপর দিয়েছিলেন এক কড়া জবাব আর তাতেই খোদ ভাইজানের রোষানলে পড়ে প্রায় কেরিয়ারই ধ্বংস হতে বসেছিল অরিজিতের। বাদ পড়েছিলেন রেকর্ড হওয়া গান থেকে। শত অনুরোধেও গলনি সলমনের মন।


ঘটনার সূত্রপাত হয় ২০১৪ সালে। এক অ্যাওয়ার্ড শো’য়ে এসে সলমনের হাত থেকে পুরস্কার নেওয়ার কথা ছিল অরিজিতের। চাকচিক্যে ভরা ওই শোয়ে তিনি পরে গিয়েছিলেন ঢোলাঢালা কুর্তা আর পায়ে হাওয়াই চটি। আর তা দেখেই সকলের সামনে মঞ্চে অরিজিৎকে সলমন বলেন, “দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছ! চুপ করে থাকেননি অরিজিৎও। ইন্ডাস্ট্রির তথাকথিত ‘বস’-এর মুখের উপরেই বলেন, “কী আর করব তোমরা সবাই মিলে ঘুম পাড়িয়ে দিয়েছ”। ব্যস, সলমন কি আর চুপ থাকার পাত্র! সকলের সামনে অরিজিতের তাঁর মুখের উপর কথা ভালভাবে নেননি তিনি। কোপ পড়ে অরিজিতের উপর। শুধু কি তাই? বলিপাড়ার একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়তে থাকেন অরিজিৎ। রেকর্ড হওয়া গান হতে থাকে বাতিল। নেপথ্যে কে বুঝতে অসুবিধে হয়নি কারও! শোনা যায়, সলমনের কাছে ক্ষমা চেয়েও নাকি বরফ গলেনি।

নিজের সেলেব স্বত্বাকে দূরে সরিয়ে রেখে অরিজিতের ভেরিফায়েড টুইটার বর্তমানে এক্স হ্যান্ডেল থেকে একটি টুইটও করা হয়েছিল। যাতে লেখা ছিল, “আপনি অপমানিত হয়েছেন আমি তা বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দিন। আমি ও আমার পরিবার আপনার অন্ধ ভক্ত। আমি অনেকবার আপনাকে বোঝাবার চেষ্টা করেছি কিন্তু আপনি কিছুতেই বুঝতেই পারছেন না। কতবার যে ক্ষমা চেয়ে মেসেজ করেছি তা আপনি নিজেও জানেন না।” অরিজিৎকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন সলমনও। তিনি বলেন, “মানুষ আসে, মানুষ গান গায়। প্রতি ছবিতেই অনেক গায়ককেই বাদ দেওয়া হয়। এটা তো সম্পূর্ণ ভাবে প্রযোজক ও পরিচালকের সিদ্ধান্ত।” তিনি দায় এড়িয়েছিলেন ঠিকই কিন্তু বলিউডের অন্দর বলছিল অন্য কথা। অবশেষে সেই বিবাদ কেটেছে। দুজনের এখন ভালই সম্পর্ক। গ্যালাক্সিতে গিয়েছিলেন অরিজিৎ, ফলে এখন এসব বিতর্ক অতীত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours