সম্পর্কের খাতিরে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তাঁরা দুজনেই। তাই অস্থির পরিস্থিতির মধ্যেও আটকাল না কিছুই। বাংলাদেশের মাগুরায় গিয়ে বিয়ে করে ফিরলেন সঞ্চিতা।
চরম অস্থিরতার মধ্যেই একমাথা সিঁদুর নিয়ে এগরার নববধূ হয়ে এলেন বাংলাদেশের সঞ্চিতা
ভারত-বাংলাদেশের অস্থিরতার মধ্যেই এক অন্য ছবি। বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে ভারতে এলেন বাংলাদেশের চিকিৎসক সঞ্চিতা। ভারত থেকে বরযাত্রীরা যেতে পারলেও, কনেযাত্রী ছাড়াই হবে বউভাত। কারণ অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসতে পারছেন না সঞ্চিতার আত্মীয়রা। তবে বাংলাদেশে ছেলের শ্বশুরবাড়ির আতিথেয়তায় আপ্লুত বরপক্ষের লোকজন।
পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র বাংলাদেশের ঢাকায় ডাক্তারি পড়তে গিয়েছিলেন। সেখানেই এমবিবিএস-এর সহপাঠী ছিলেন সঞ্চিতা। ২০১৮ থেকে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশের মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে অনির্বাণ আইনি বিয়ে সেরে ফেলেন ২০২৪ সালেই। সম্পর্কের খাতিরে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তাঁরা দুজনেই। তাই অস্থির পরিস্থিতির মধ্যেও আটকাল না কিছুই। বাংলাদেশের মাগুরায় গিয়ে বিয়ে করে ফিরলেন সঞ্চিতা।
ভারতের পুত্রবধূ হয়ে খুশি সঞ্চিতা। এই প্রথমবার ভারতে এলেন তিনি। তবে পরিবারের অন্য সদস্যরা আসতে না পারায় সঞ্চিতার মন একটু খারাপ। সাতদিন পর ফের যাবেন বাংলাদেশে, অষ্টমঙ্গলা সেরে ফিরবেন ভারতে। তাঁর আশা, আগামিদিনে সমস্ত সমস্যা মিটে গিয়ে দুই বাংলার মেলবন্ধন আবার আগের মতোই বজায় থাকবে।
এদিকে, সঞ্চিতার বাড়ির আতিথেয়তায় খুশি অনির্বাণের বাবা। তিনি জানান, ছেলের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন এলাকার বহু মুসলিম পরিবার। সৌহার্দ্যের ছবিই সেখানে দেখেছেন তিনি।
Post A Comment:
0 comments so far,add yours